মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৪ জন ছাত্রকে মারপিটের ঘটনার বিচার দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের ৩ ঘন্টা বিদ্যালয় অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত শিক্ষার্থী এবং অভিভাবকরা। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে শিক্ষকদের উদ্ধার করেন। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং অভিভাবকরা অভিযোগ করেন, ভীমপুর গ্রামের ফেরদৌস আলম নামের এক ব্যক্তি ৮ম শ্রেণীর ছাত্র সাখাওয়াত হোসেন, মাহবুব আলম, মাসুদ ও আরিফকে কোন কারণ ছাড়াই মারপিট করে। ছাত্ররা ক্লাস বর্জন করে ওই মারপিটের বিচার দাবি করেন। এ সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাতেম আলী বিদ্যালয়ে এসে ওই ছাত্রদের আবারো মারপিট করেন। ছাত্র ও অভিভাবকরা এতে চরম উত্তেজিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনসহ অন্যান্যদের বিদ্যালয়ের অফিস কক্ষে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ছাত্র ও অভিভাবকরা আরো উত্তেজিত হয়ে ওঠে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে এসে উত্তেজিত ছাত্র ও তাদের অভিভাবকদের সাথে আলোচনা করার পর দোষীদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। প্রধান শিক্ষক আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্র এবং অভিভাবকদের অভিযোগের সুষ্ঠ সমাধান দ্রুতই করা হবে।