শাহ্ আলম শাহী,দিনাজপুর : অবিশ্বাস্য হলেও সত্য যে দিনাজপুরের চিরিরবন্দরের এক ডেইরী ফার্মে ১০ মাস বয়সের গাভীর বাছুর দৈনিক ২ লিটার করে দুধ দিচ্ছে। অলৌকিক এই ঘটনা প্রত্যক্ষ করতে প্রতিদিন শতশত লোক ভীড় করছে ওই ডেইরী ফার্মে।

সরজমিন উপজেলার পুনট্টি গ্রামের মোসাদ্দেক হোসেন খোকনের ডেইরী ফার্মে গিয়ে দেখা যায় এ অলৌকিক ঘটনা। ফার্ম মালিক খোকন জানান, বকনাটির বয়স যখন ৬ মাস তখন তার ওলানের প্রশস্ততা বাড়তে থাকে এবং এক পর্যায় একটি বাট দিয়ে পুঁজের মতো গাড়ো দুধ বের হতে থাকে। ডাক্তারের সাথে পরামর্শ করলে ডাক্তার তেমন কোন চিকিৎসা না দিয়ে দৈনিক দুধ দোহনের পরামর্শ দেন। পর্যায়ক্রমে চারটি বাট দিয়ে স্বাভাবিক দুধ বের হওয়া শুরু হয়। প্রাপ্ত দুধ চিরিরবন্দর মিল্কভিটা দুগ্ধ ও শীতলীকরন কেন্দ্রে পরীক্ষা করা হলে তারা স্বাভাবিক দুধ বলে জানায়। তিনি আরো জানান, প্রথমে দৈনিক আধা লিটার দুধ হতো আস্তে আস্তে দুধের পরিমান বৃদ্ধি পেয়ে বর্তমানে ২ থেকে আড়াই লিটার পর্যন্ত দুধ পাওয়া যাচ্ছে। এলাকাবাসী ও অনেক আলেম ওলামা বললেন, এটি একটি অলৌকিক ঘটনা আবার কেউ বললেন এ ধরনের গাভীকে সাধারনত কামধেনু বলা হয়ে থাকে। এ ব্যাপারে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুনুর রশীদ ও চিরিরবন্দর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তারেক হোসেন জানান, এটি স্বাভাবিক নয় একটি অস্বাভাবিক ঘটনা হরমোনাল পরিবর্তনের কারনে অনেক সময় অপরিপক্ক বয়সেই বা যেসময় দুধ দেয়ার কথা নয় সেসময় সাধারনত দুধ দিয়ে থাকে।
