ঝালকাঠিতে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার ২৮৪তম আবির্ভাব উপলক্ষে ৩ দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন এই উৎসবের উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর মেয়র আফজাল হোসেন বক্তব্য রাখেন। পরে লোকনাথ মন্দির চত্তর থেকে বর্ণঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। ৩ দিন ব্যাপি এই উৎসবে ধর্মী পূজা অর্চনা সহ বিনামূল্যে চিকিৎসা, বস্ত্র বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

ঝালকাঠিতে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদ মর্যাদাসহ বেতন স্কেলের দাবিতে মানবন্ধন
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কে জেলার স্বাস্থ্য সহাকারীরা মানবন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার বিকেল ৩টায় স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদ মর্যাদাসহ বেতন স্কেলের দাবিতে এই ঘন্টা ব্যাপি মানবন্ধন কর্মসূচী পালন করেছে। মানবন্ধন চলাকালে স্বাস্থ্য সহকারীদের মধ্যে মো: জুবায়ের হোসেন, রবীন সমদ্দার, ফোরকান হোসেন, আনিসুল হক, মাসুদ বিল্লাহ্, মোস্তাফিজুর রহমান ও জিয়াউল হাসান বক্তব্য রাখেন। পরে তারা প্রধান মন্ত্রীর বরাবরে সিভিল সার্জনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

ঝালকাঠিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশাল ও শিশু উৎসব সমাপ্ত হয়েছে
‘আমার কথাও যাবে বহুদূর’ এ শ্লোগানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে সমাপ্ত হয়েছে শিশু সাংবাকিদের প্রশিক্ষণ কর্মশালা ও শিশু উৎসব । তিনদিন ব্যাপি উৎসবের শেষ দিন গত কাল বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শিল্পকলা একাডেমীর হলরুমে আলোচনা সভা, হ্যালোর শিশু সাংবাদিকদের স্মারক প্রদান এবং বনাঢ্য সাংসাকৃতিক অনুষ্ঠানমালা পরিবেশিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেষ্ঠ্য প্রতিবেদক রিয়াজুল বাশার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন। বিশেষ অতিতি ছিলেন সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতান, এবং শিল্পকলার সদস্য সচিব মনোয়রা হোসেন খান। আলোচনা সভার পর প্রধান অতিথি হ্যালোর শিশু সাংবাদিকদের স্মারক পরিয়ে দেন । জেলা শিশু একাডেমীর ছোট্ট সোনামনিরা বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিডিনিউজ ডটকমের ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায় ও নারী সংবাদকর্মী নাদিরা সুলতানা।
জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ১২ থেকে ১৮ বছর বয়স সীমার ২০ জন শিশু গত ১ সেপ্টেম্বর থেকে তিন দিনের সাংবাদিকতা বিষয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মশালার অংশ নেয় । এর আগে গত ২২ আগষ্ট ২২০ জন শিশু শিক্ষার্থী লিখিত বাছাই পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে ২০জন এ কর্মশালায় সুযোগ পায়। গ্রামীন ফোনের সহযোগীতায় অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকতার সাইট হ্যালো এ আয়োজন করে।
