ads

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০১৪ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে কিশোরী নিখোঁজের ১৪ ঘন্টা পর ঝুলন্ত লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ৪, ২০১৪ ৮:৩৭ অপরাহ্ণ
আদমদীঘিতে কিশোরী নিখোঁজের ১৪ ঘন্টা পর ঝুলন্ত লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির প্রত্যন্ত অঞ্চলে আকলিমা বেগম আখি (১৩) নামের এক কিশোরী নিখোঁজের ১৪ ঘন্টা পর গতকাল বুধবার সকালে নাগন নদীর বাঁধে একটি নিম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে। এনিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। আকলিমা বেগম উপজেলার চাঁপাপুর ইউপির পালংকুড়ি বাঁধপাড়ার ক্ষুদে হাঁস খামারী আবু তালেবের মেয়ে। পুলিশ ওই দিন বিকেলে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে আকলিমার ভগ্নিপতি মিজানুর আদমদীঘি থানায় একটি ইউ.ডি মামলা দায়ের করেছে।
নিহতের বাবা আবু তালেব জানান, তার মেয়ে গত মঙ্গলবার বিকেলে নাগর নদীর বাঁধ হতে গরু নিয়ে আসার জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। গভীর রাত পর্যন্ত খোঁখুজি করেও তার কোন সন্ধান মিলেনি। পরদিন গতকাল বুধবার সকাল ৬ টায় জনতা বাড়ী থেকে প্রায় ২ কিঃমিঃ দুরে নাগর নদীর সরদার দহ নামকস্থানে বাঁধের ধারে ঘোড়া নিমের গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত জহুরুল হক জানান মৃত্যুটি রহস্যজনক হওয়ায় লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে প্রকৃত মৃত্যু রহস্য জানা যাবে।

আদমদীঘিতে হেরোইন উদ্ধার গ্রেফতার-৩

Shamol Bangla Ads

বগুড়ার আদমদীঘিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হেরোইন সহ রেজাউল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করে থানায় সোর্পদ করেছে। রেজাউল ইসলাম আদমদীঘির মোলামগাড়ী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নওগাঁ মহা সড়কের আদমদীঘির ইন্দইল ইত্তেহাদ প্লাষ্টিক ফ্যাক্টিরীর নিকট একটি বাসে তল্লাশি কালে যাত্রী বেশে হেরোইন ব্যবসায়ী রেজাউল ইসলামের নিকট ৩শ” গ্রাম হেরোইন পাওয়া যায়। যার মূল্য ৩০ হাজার টাকা। তাকে হোরোইন সহ আটক করে রাতে থানা পুলিশের নিকট সোর্পদ করে একটি মামলা দেয়া হয়েছে। এ ছাড়া থানা পুলিশ আদালতের ওয়ারেন্ট মূলে ঋন খেলাপী মামলায় উপজেলার ঢেকড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম ও মাদক মামলায় ছাতনি সরদার পাড়ার কছিম সরদারের ছেলে ফজের ওরফে ফজেলকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।

আদমদীঘিতে পুলিশের বাসায় ডাকাতি মামলায় ৩ আসামীকে রিমান্ড শেষে আদালতে প্রেরন

Shamol Bangla Ads

বগুড়ার আদমদীঘির আলোচিত কাশিপুর গ্রামে পুলিশের অবসর প্রাপ্ত সুবেদারের বাসায় ডাকাতি মামলায় তিন আসামীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার পুলিশ আদালতে প্রেরন করেছে। গত মঙ্গলবার এ মামলার আসামী নওগাঁর কাইল্যা আজাদ, বিপ্লব ও কোমারপুর গ্রামের কামাল খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালত থেকে ২ দিনের রিমান্ডে নেন। জিজ্ঞাসাবাদে তেমন উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত জহুরুল হক জানান।
উল্লেখ্য ঃ গত ২৪ জুন দিবাগত রাতে আদমদীঘির সান্তাহার কাশিপুর গ্রামে পুলিশের অবসর প্রাপ্ত সুবেদার আহম্মদ আলীর বাসায় ডাকাতি সংঘটিত হয়। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ বিভিন্ন সময় নারী সহ ৮ জনকে গ্রেফতার ও লুন্ঠিত বন্দুক ক্যামেরা মোবাইল ফোন সেট সহ কিছু মালামাল উদ্ধার করলেও অদ্যবদি ডাকাতির মুল হোতাদের সনাক্ত করতে পারেনি।

সান্তাহারে রেলের জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঃ ট্রেন অবরোধ

আদমদীঘির সান্তাহারে রেলওয়ের জায়গায় ও কোয়াটারে অবৈধ ভাবে দখল করে বসবাসকারিদের উচ্ছেদের প্রতিবাদে ওই সব কোয়াটারে বসবাসকারী নারী ও পুরুষরা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ষ্টেশন এলাকায় এক বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভ কারীরা সান্তাহার জংশন ষ্টেশনে অবস্থানরত দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর দ্রুতযান ট্রেন প্রায় ২০ মিনিট আটকে রাখে। ফলে ট্রেনের যাত্রীদের চরম দূর্রভোগ পোহাতে হয়।
সুত্র জানায়, রেল মন্ত্রানালয়ের নির্দেশে আগামী ১০ সেপ্টেম্বর আদমদীঘির সান্তাহার রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা সকল অবকাঠামো ও রেল কোয়াটার অবৈধ ভাবে দখল মুক্ত করতে স্থানীয় রেলওয়ে কৃর্র্র্র্তপক্ষ দখলদারদের নোটিশ দেন এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালায়।
এ খবর সান্তাহার ছড়িয়ে পড়লে বসবাসকারিরা তাদের পূর্নবাসনের দাবীতে গতকাল বৃহস্পতিবার স্থানীয় আওয়ামীলীগের নেতৃবর্গের সহযোগীতায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। মিছিলটি স্টেশান এলাকা প্রদক্ষিণ শেষে ২ নং প্ল¬াট ফরমে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সহ নেতৃবর্গ। বক্তারা অবৈধ বসবাস কারীদের পুনর্বাসনের দাবি জানিয়ে সরকারের প্রতি এই উচ্ছেদ নোটিশের কার্যক্রম স্থগিত রাখার আহবান জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!