পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন তার মা। পরে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদ ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি কান্দ্রা গ্রামের মৃত আজগর আলী ও হাজেরা বেওয়ার ছেলে নাজিম (২৮)।

নাজিমের মা হাজেরা বেওয়া (৭০) জানান, তার ছেলে দীর্ঘ দিন থেকে হেরোইন আসক্ত। নেশার টাকার জন্য প্রতিনিয়ত পরিবারে অশোভন আচরন করত। ছেলেকে নেশা মুক্ত করতে চিকিৎসার জন্য প্রচুর অর্থের দরকার। সে অর্থ সংসারে যোগান দেয়া তার পক্ষে সম্ভব নয় ভেবে ছেলেকে পুলিশে সোর্পদ করে।
