ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার সকাল ১১ থেকে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বুরে্যাযা (ব্যানবেইস) প্রকল্পের আওতায় বার্ষিক শিক্ষা জড়িপ ২০১৪ এর অনলাইন সফটওয়ার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌসের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান হোসেন খান। আইসিটি সামগ্রীর যথাযত ব্যবহার, ডিজিটাল কন্টেন্ট তৈরীর মাধ্যমে মাল্টি মিডিয়া ক্লাস অনলাইন জড়িপ ২০১৪ বাস্তবায়ন সংক্রান্ত এ সভায় বক্তব্য রাখেন উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক, নবাগত ভূমির সহকারী কমিশনার মোঃ আতাহার মিয়া, জেলা শিক্ষা অফিসার নিখিল রজ্ঞন। সভায় সদর উপজেলার ৫৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি মাদ্রাসায় প্রদানকৃত ল্যাপটপ ব্যবহার করে বার্ষিক শিক্ষা জড়িপের মাধ্যমে এমপিওভূক্তি, শিক্ষক কর্মচারীদের এমপিও প্রদান, নতুন প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি, স্বীকৃতিও পাবলিক পরীক্ষা সহ তথ্য ব্যানবেইস ডাটাবেজ তৈরী করার বিষয় আলোকপাত করা হয়।
কাঠালিয়ায় তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ সম্পন্ন

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়ায় তিনদিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার বুধবার সমাপনি অনুষ্ঠান উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য উৎপাদন) সন্তোষ চন্দ্র মন্ডল। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাহ আলম,কৃষি স¤প্রসারণ অফিসার আবদুলাহ আল মামুন ও নার্সারী মালিক সাইদুর রহমান প্রমূখ। সভাশেষে শ্রেষ্ঠ নার্সারী মালিকদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
