সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ইয়াবা সেবনের সময় দেলোয়ার হোসেন (২৫) ও ইউসুফ আলী (২২) নামের দুই যুবককে গতকাল মঙ্গলবার দুপুরে মাষ্টারপাড়া এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই এমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ সদরের মাষ্টারপাড়া এলাকা থেকে ইয়াবা সেবনের সময় মালিপুর গ্রামের সাইফুদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও হুজরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে ইউসুফ আলী (২২) কে আটক করে। ভ্রাম্যমান আদালতে রায় ঘোষনা হওয়ার পর তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়।