স্বপন কুমার দে, হাতীবান্ধা (লালমনিরহাট) : হাতীবান্ধা উপজেলায় ভূয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে মানব বন্ধন ও সাংবাদিক সম্মেলনে সনদ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নেয়ার সরকারের কাছে দাবী জানান হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় সাংবাদিক সম্মেলনে পত্র পাঠ করেন সাবেক কমা-ার মুক্তিযোদ্ধা নুরল ইসলাম । এ সময় উপস্থিত হাতীবান্ধা উপজেলায় মুক্তিযোদ্ধা কমা-ার ফজলুল হক বক্তব্য রাখেন । সম্মেলনে সরকারের কাছে হাতীবান্ধা উপজেলায় ভূয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে সনদ বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান । তারা দাবী করেন এ সব ভুয়া মুক্তিযোদ্ধারা টাকা দিয়ে মিথ্যা সনদ বানিয়ে মুক্তিযোদ্ধা সেজে ভাতার টাকা উত্তোলন করে এমনকি মুক্তিযোদ্ধ্া কোটায় তাদের সন্তান সরকারী চাকরী হাতিয়ে নিচ্ছেন ।প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তান রা বঞ্চিত হচ্ছেন । মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন এ পর্যন্ত ৩৩৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৫৩ জন কে প্রাথমিক ভাবে ভূয়া হিসেবে আখ্যায়িত করলেও সরকার ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমা- একসাথে তদন্ত করলে ভূয়া মুক্তিযোদ্ধা বেরিয়ে আসবে । সম্মেলনে বক্তব্য রাখেন , আঃ রাজ্জাক বুলূ , খৈবার রহমান , মুক্তিযোদ্ধা সন্তান সোহেল মাস্টার । উপজেলা পরিষদ গেটের সামনে এক ঘন্টা মানব বন্ধন করেন । পরে হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে ইউ এন ও কার্যালয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন ।