স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী শেরপুর জেলা বিএনপির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টায় জেলা বিএনপির রঘুনাথপুরস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। বিকেলে সদর উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর নেতৃত্বে এক বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে উপস্থিত হয়। বিকেল ৫টায় বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে এক বিশাল র্যালি নিউমার্কেট মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রমজান আলীর পরিচালনায় র্যালিরোত্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক হযরত আলী, শহর বিএনপির আহ্বায়ক এড. আব্দুল মান্নান, সদর উপজেলা নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এড. সিরাজুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক আশীষ, এড. আব্দুল মজিদ বাদল, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এড. তৌহিদুর রহমান, শাহিন হাসান খান, মোখলেছুর রহমান জীবন, ছামিউল ইসলাম আতাহার, লুৎফর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান হাতেম আলী, থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন চেয়ারম্যান, কৃষক দলের সাধারণ সম্পাদক জাফর আলী, যুবদলের যুগ্ম-আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার, শফিকুল ইসলাম সাজু, আতাহারুল ইসলাম আতা, শ্রমিক দলের আহ্বায়ক শওকত হোসেন, যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন, শহর শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক আবুসামা, মোঃ মানিক মিয়া, সেলিম শাহী, মুশফিকুর রহমান মোতালেব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্যানেল মেয়র নূরজাহান, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সরকারি কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক নয়ন তালুকদার, আঃ রউফ বাপ্পী, শিপন ইসলাম, সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আয়শা আক্তার, থানা বিএনপির সদস্য কনা হাসান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শ্রীবরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মহিলা দলের নেত্রী চায়না আক্তার, মিনারা বেগমসহ জেলা বিএনপির অঙ্গ ও সংযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।