মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁরর মহাদেবপুরে ১ সেপ্টেম্বর সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপর বিষয় ভিত্তিক এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার রতন কুমার পাল প্রমুখ।
মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৩৬তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি ১ সেপ্টেম্বর সোমবার আলোচনা সভা এবং র্যালী বের করে। উপজেলা সদরের মাছ চত্বরে বিএনপির সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আঃ সাত্তার (নান্নু)। অন্যান্যের মধ্যে শাহাদত হোসেন শান্ত, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান, মাসুদুর রহমান টিক্কা প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে দলের একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।