হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে দারিদ্র জয় করে এইচএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কিত হতদরিদ্র খালেদার পরিবার।
জানাযায়,উপজেলার তারাপাশা গ্রামের হতদরিদ্র আলাল উদ্দিনের মেয়ে খালেদা আক্তার টিউশনির আয় দিয়ে পড়ালেখার খরচ যুগিয়ে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ থেকে মানবিক শাখায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। ইতঃপূর্বে সে একই ভাবে ২০১২ সালে এসএসসিতেও উপজেলার হারেঞ্জা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল।খালেদার পিতা আলাল উদ্দিন জানান,ভিটে-মাটি ছাড়া সহায় সম্বল বলতে তার তেমন কিছুই নেই। ৫ ছেলে মেয়ে নিয়ে সবজি বিক্রি করে অতিকষ্টে দিনাতিপাত করছেন। কিন্তু এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পর নতুন করে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার দূচিন্তায় রয়েছেন । কেননা উচ্চ শিক্ষার খরচ চালানোর মত সামর্থ হতদরিদ্র খালেদার পিতা-মাতার নেই। তবে সমাজের বিত্তবান ও হৃদয়বানদের আর্থিক সহযোগীতা পেলে আইন বিষয়ে উচ্চ শিক্ষা নিয়ে ব্যারিষ্টার হওয়ার একান্ত ইচ্ছা খালেদার রয়েছে বলে সাংবাদিকদের জানায়।
এ ব্যপারে খালেদার কলেজের অধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন খানসহ অন্য শিক্ষকরা জানান, সে রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত ক্লাস করতো। খরচ যুগাতে কলেজ বন্ধের সময় ও পড়ার ফাঁকে ফাঁকে টিউশনি করে ভাল রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। প্রবল ইচ্ছার কাছে দারিদ্র যে তাকে দমিয়ে রাখতে পারেনি সেটা গোল্ডেন জিপিএ ৫ লাভ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হতদরিদ্র পরিবারের সন্তান খালেদা। আর্থিক সহযোগীতা পেলে সে বড় কিছু হতে পারবে বলেও মন্তব্য করেন তারা।
