ads

রবিবার , ৩১ আগস্ট ২০১৪ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়ি উপজেলা মত্স্য অফিসের টেন্ডার বক্সের সিডিউল চুরি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ৩১, ২০১৪ ৭:০২ অপরাহ্ণ
লক্ষ্মীছড়ি উপজেলা মত্স্য অফিসের টেন্ডার বক্সের সিডিউল চুরি

মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি): পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে মাছের পোনা সরবরাহের জন্য আহবানকৃত টেন্ডার ব´ থেকে ঠিকাদারের সিডিউল চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ আগস্ট টেন্ডার সিডিউল ড্রপিং হলেও ৩১আগস্ট রবিবার টেন্ডার ব´ খোলার পর বিষয়টি ধরা পড়ে। এ ব্যপারে ঠিকাদার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে প্রথম ধাপে এক লাখ টাকার বরাদ্দ প্রাপ্তির পর উন্মুক্ত দরপত্র আহবান করা হয়। শেষ দিন পর্যন্ত ১৩টি সিডিউল বিক্রি করা হয়। এর মধ্যে টেন্ডার ব´ খোলার পর মেসার্স আরমান এন্টারপ্রাইজ, মো: মিজানুর রহমান ও মুক্তার হোসেন নামে ৩টি সিডিউল পাওয়া যায়। তার মধ্যে এক জনের পে-অর্ডার পাওয়া যায় নি। নিয়ম অনুযায়ি সবচেয়ে কম মূল্যে যিনি বেশি এবং উন্নত জাতের মাছের পোনা সরবরাহ করবেন তিনিই নির্বাচিত হবেন। এদিকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দেয়া লিখিত অভিযোগে নিপারিপা এন্টারপ্রাইজ’র পক্ষে রতœবিন্দু চাকমা অভিযোগ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যে পে-অর্ডার নং- ৫৩৪৮৯০৪, তাং ২৮/০৮/২০১৪ইং, টাকা-৫০০/= সিডিউল ড্রপিং করি। কিন্তু উক্ত সিডিউল টেন্ডার ব´ খোলার পর পাওয়া যায় নি। এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা উচিৎ ময় চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যপারে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দরপত্রের বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে কমিটির সদস্য সচিব উপজেলা মৎস্য কর্মকর্তা উচিৎময় চাকমা জানান।

Shamol Bangla Ads

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যার কাছে সিলগালাযুক্ত টেন্ডার ব´ের চাবি ছিল সে বর্তমানে ছুটিতে আছে, কিভাবে এমন ঘটনা ঘটল তা অবশ্যই খতিয়ে দেখা হবে। টেন্ডার ব´ থেকে সিডিউল উধাও হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!