এস.এম.আবুল বাশার, মধুখালী (ফরিদপুর): মীরেরকাপাষহাটিয়া কমিউনিটি ক্লিনিক থেকে ৮৪ শতাংশ এলাকাবাসী সেবা নেয়। আর দিনের হিসাবে গড়ে সেবা নেওয়া মানুষের সংখ্যা ৩৬ জন। ক্লিনিক গুলো বাড়ির কাছাকাছি হওয়ায় এবং সেখানে বিনা মূল্যে সাধারন রোগের ওষুধ পওয়া যায় বলে দিন দিন এই সেবাগ্রহীতার সংখ্যাও বাড়ছে। এই ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা পাচ্ছেঝাউহাটি,পরিক্ষিতপুর, মেছড়দিয়া, চাঁদপুর, নিক্ষরিয়া, মিরেরকাপাষহাটিয়া ,পিলখানা, খোকসাহাট, ঘোড়াখালীর অসহায় দারিদ্র জনগন। ক্লিনিকের মির্জা হিজবুল ইসলাম (CHCP) জানান ক্লিনিকটা স্থাপন হওয়ার পর থেকে এলাকার হত দারিদ্র মানুষ প্রাথমীক স্বাস্থ্যসেবা পাচ্ছে এবং দিন দিন ক্লিনিকে রুগির সংখ্যাও বেড়ে চলেছে। দুই কিলোমিটার দুরের ঘোড়াখালী থেকে কানের ব্যাথা নিয়ে এসেছিলেন আম্বিয়া বেগম তিনি জানান মধুখালী স্বাস্থ্য কমঃ যেতে অনেক খরচ ঝামেলা মুক্ত করেছে এই ক্লিনিক হিজবুল তাকে তিন ধরনের বড়ি হাতে ধরিয়ে দিয়ে সেবনের নিয়ম বলে দিলেন । রাকিবুর রহমান(HA)বলেন আমাদের ক্লিনিকের টিউবযেলটি অকার্য্যকার হয়ে পড়েছে । ফলে খাবার পানির কোন ব্যাবস্থা নেই। আমাদের ক্লিনিকের উঠানে কিছু জাইগায় ছোট ছোট গর্থ আছে এই কারনে এখানে গুরুত্বর রুগী পরিবহনে আসতে অসুবিধা হচ্ছে।আমাদের এই সমস্যা দ্বরুত সমাধানের প্রয়োজন।নন্দিতা কুশারী(FWA) বলেন এই ক্লিনিক হওযায় গর্ভবতী মা দের স্বাস্থ্যসেবা নির্চীত হযেছে।
