ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে ইন্দারার ভিতর ছাগল পড়ে গেলে তাঁকে বাঁচাতে ১জন নিহত ও অপর দু’সহোদর আহত হয়ে হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। ৩১ আগষ্ট রবিবার সকালে ওই ঘটনা ঘটে।
ঘটনায় প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা গেছে, উপজেলার থানা ও পোষ্ট অফিস সংলগ্ন মন্দিরপাড়ায় শ্বশুর বাড়ী বেড়াতে আসে একই উপজেলার সুরানপুরের তিলোকী গ্রামের জুলুম শেখের ছেলে মোকা শেখ(৩৫)। রোববার সকাল প্রায় ৮টার দিকে চামচিকা শিবমন্দিরের সংলগ্ন একটি পরিত্যক্ত ইন্দারায় ছাগল পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে দড়ি বেয়ে নামতে হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে ইন্দারায় থাকা গোবর ও নোংরা পানিতে পড়ে মোকা। এতে সে নানা চেষ্টা করেও উপরে উঠতে আর শ্বাস-প্রশ্বাস না পেয়ে অচেতন পড়ে। মুহুর্তে ঐ এলাকায় এ কথা ছড়িয়ে পড়লে মোকাকে বাঁচাতে দড়ি বেয়ে নামে ছাগল মালিকের দেবর মন্দিরপাড়ার সিদ্দিকের ছেলে দুলাল(২৬)। দড়ি দিয়ে নামতে গিয়ে দুলালও দড়ি ছিঁড়ে পড়তো পড় মোকার উপর। এ অবস্থা দেখে দুলালের ভাই রফিকুল ইসলাম(৩২) ঐ ইন্দারায় নামে মোকা ও তার সহোদর ভাইকে বাঁচাতে। আরো জানা যায়, এলাকাবাসী ইন্দারা হতে সকলকে উঠানোর পর মোকাকে মুমূর্ষ ও বাকী দু’জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মোকাকে মৃত বলে ঘোষণা করেন। বাকী দু’সহোদর রফিকুল ও দুলাল হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে বলে প্রত্যক্ষ করা গেছে। এ ব্যাপারে ঐদিন থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান, অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহম্মেদ।