পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে স্কুল কলেজ ও মাদ্রাসার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স আগামী ১৩ সেপ্টেম্বর হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে বলে জানা গেছে।
স্কাউট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর ৫ দিন ব্যাপি স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে স্কাউট সাধারন সম্পাদক এটিএম জওয়াহের আলী জানান- আমরা সভা করে এই কোর্স বাবদ ১০০০ করে টাকা নির্ধারন করেছি। তা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পৌছে দিতে হবে। এছাড়া তিনি উল্লেখ করেন আগামী ১৩ সেপ্টেম্বর বেসিক কোর্সে যারা অংশগ্রহন করেব তাদের নিজ নিজ বিছানাপত্র থাকার জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সঙ্গে আনতে হবে। এ ব্যাপারে উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম এ প্রতিবেদককে জানান- মুলত: স্কাউট আন্দোলনকে আরও বেশি জোরদার করতে প্রশিক্ষনের বিকল্প নেই। তাই এই বেসিক কোর্স অত্যন্ত গুরুত্ব বহন করবে। সকলেই যাতে নিরাপদে রাত্রি যাপন সহ অন্যান্য বিষয় ভালভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।
