ঠাকুরগাঁও প্রতিনিধি : দুই নাতীকে হারানো শোকে দাদার মৃত্যু হয়েছে। এই মর্ম স্পর্শী ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথ পুর ইউনিয়নের বাহাদুর পাড়া গ্রামে।
জানা গেছে, গত বৃহস্পতিবার এ গ্রামের এনামুল হকের দুই শিশু পুত্র রিফাত (৮) ও ফাহিম (৯) পুকুরে ডুবে মারা যায়। এই শোক সহ্য করতে না পেরে শনিবার সন্ধ্যায় ওই দুই শিশুর দাদা বশির উদ্দিন (৭০) মারা যান।
স্থাণীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন এ বিষয় নিশ্চিত করে বলেন ওই বৃদ্ধ হৃদ রোগে মারা গেছেন।
ওই দুই শিশু ছাড়াও ওই দিন আরও ৩ জন পুকুরে ডুবে প্রাণ হারায়।
অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে
ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট ৬ষ্ঠ দিন ॥ যাত্রীদের দূর্ভোগ
থ্রি-হুইলার, নছিমনসহ অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ৬ষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে। কিন্তু কোন প্রতিকার হচ্ছে না। ফলে যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়েছে।
গত মঙ্গলবার থেকে জেলার সব রুটে এবং দুরপাল্লার বাস-ট্রাক-ট্যাংলরি চলাচল বন্ধ রয়েছে। থ্রি-হুইলার, নছিমনসহ অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে ধর্মঘট পালন করচ্ছে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
জেলা মোটর পরিবহন মালিক সমিতির সভাপতি রাম বাবু বলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন,সৃষ্ট সমস্য সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে।