খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : ড্রেনের ময়লার দূর্গন্ধে অতিষ্ট শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ বাজারে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা নেই। যা-ও রয়েছে তাও আবার দীর্ঘদিন থেকে পরিষ্কার করা হয় না। ফলে সামান্য বৃষ্টি হলেই বাজারে হাটু পানি জমে থাকে। এ সময় ক্রেতা-বিক্রেতাদের দূর্ভোগের সীমা থাকে না। সড়ক ও জনপদ বিভাগের উপজেলা সদরের প্রধান সড়কের দু’পাশে ড্রেন গুলো মলমূত্র ও ময়লা ফেলে বন্ধ করে রাখা হয়েছে। এ সব আবর্জনা থেকে দূর্গন্ধ ও রোগ-জীবাণু ছড়ানোর পাশাপাশি মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে। নাকে রুমাল চেপে ধরেও টিকে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ছে হাটুরেদের। ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব বাজারের ইজারাদার ও স্থানীয় প্রশাসনের। কিন্তু এ বিষয়ে তারা রয়েছে নিরব ভূমিকায়। ড্রেন গুলো পরিষ্কারের বিষয়ে বিভিন্ন সময় আইন শৃংখলার সভায় আলোচনাও হয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে এসব ড্রেনের ময়লার দূর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছে বাজারের বাসিন্দারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হকের সাথে কথা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
