তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার ময়নামতি সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে ‘১ম লয়েড ইঞ্জিনিয়ারিং এণ্ড কন্সট্রকশন কাপ’ গল্ফ টূর্নামেন্ট ২০১৪।

শনিবার সকালে কুমিল্লা সেনানিবাসের ‘গল্ফ এণ্ড কান্ট্রি ক্লাবে’ রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টূর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: জাহিদুর রহমান।
এসময় গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের সদস্য সচিব লেফটেনেন্ট কর্ণেল মেসবাহ উদ্দিন আহমেদ, ব্রাণ্ডউইন গ্র“প অব কোম্পানী লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম নূরুল ইসলামসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টূর্নামেন্টে ময়নামতি, কুর্মিটোলা, সাভার, ভাটিয়ারী এবং আর্মি গল্ফ ক্লাবসহ দেশের বিভিন্ন গল্ফ ক্লাবের শতাধিক গল্ফার অংশ নেন।
