ময়মনসিংহ প্রতিনিধি : আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ করেছে ২০ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুরে নতুন বাজার বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি একেএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
ময়মনসিংহে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করেছে শাকুয়া আদর্শ বিদ্যানিকেতন।
আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন আজাদ মানিক, প্রধান শিক্ষক সালাউদ্দিন মাহমুদ ও ইউপি জাহিদ হাসানসহ স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এসএসসি, জেএসসি ও সমাপনী পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
