মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি : আগামী ৩১ আগস্ট ছাত্রলীগের ছাত্রসমাবেশ উপলক্ষে সারাদেশ ব্যাপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসতে শুরু করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যান্য স্থানের মতোই ছাত্রসমাবেশে যোগ দিতে ডাই হার্ড প্রস্তুতি নিয়েছে বাকৃবি শাখা ছাত্রলীগ।

সরেজমিনে দেখা গেছে, ছাত্রসমাবেশের প্রস্তুতি সর্ম্পূন্ন করতে আবাসিক হলগুলোতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। ১ সেপ্টেম্বর পরীক্ষা না থাকলে সবাইকে সমাবেশে যোগ দেবার জোর তাগিদ দিয়েছেন তারা।
ছাত্রসমাবেশের প্রস্তুতি সর্ম্পকে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: মুর্শেদুজ্জামান খান বাবু জানান, ‘আমরা বাকৃবি থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মিছিল নিয়ে যাবো। ছাত্রসমাবেশে যোগ দিতে আমাদের সব প্রস্তুতি শেষ’।
সহ- সভাপতি বিজয় কুমার বর্মন জানান,‘ ছাত্রসমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসহ রয়েছে। আমরা আমাদের জনশক্তি নিয়ে ৩১ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হবো’।
জানা গেছে, আগামী ৩১ আগস্ট রবিবার, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে ছাত্রসমাবেশ। উক্ত সমাবেশে ছাত্রসমাজের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
