আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ের তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শিক্ষকদের বেতনের সিটে স্বাক্ষর না করায় জুলাই মাসের বেতনের সমুদয় টাকা সরকারি কোষাগারে ফেরত চলে গেছে। সভাপতি ও শিক্ষকদের দন্দ্বে এমটি ঘটে বলে জানা যায়।
নিয়ম অনুযায়ী নির্দিষ্ট তারিখে বেতনের টাকা উত্তোলন না করায় ওই স্কুলের ৯ জন শিক্ষক-৩জন কর্মচারীর ১লাখ ৩০হাজার ৩৬২টাকা সরকারি কোষাগারে ফেরত চলে যায়। এ ঘটনায় ক্ষুব্দ শিক্ষক-কর্মচারীরা গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বেশ কয়েকটি পদে একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও বিভিন্ন জটিলতার কারণে তা বাতিল করা হয়। সম্প্রতি আবারো শিক্ষকদের শুন্য পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ নিয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মজিবর রাহমান দুলালের সাথে মতবিরোধ দেখা দেয়। এর জের ধরে গত জুলাই মাসের বেতন উত্তোলনের সময় সভাপতি মজিবর রহমান দুলাল বেতন বিলে স্বাক্ষর করেননি। গত ১৩আগস্ট ছিল বেতন উত্তোলনের শেষ দিন। ফলে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নির্দিষ্ট তারিখের পর বেতন উত্তোলনের সুযোগ না থাকায় ৯জন শিক্ষক ও ৩জন র্কমচারীসহ বিদ্যালয়ের ১২জন শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতন বাবদ ১লাখ ৩০হাজার ৩৬২টাকা সরকারি কোষাগারে ফেরত যায়। এ ঘটনায় ক্ষুব্দ ওই স্কুলের শিক্ষক-কর্মচারীরা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালের কাছে লিখিত অভিযোগ করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন নাহার বেগম বলেন, বরাবরের মত জুলাই মাসের বিল ভাউচার দিয়ে সভাপতির কাছে পাঠালে স্বাক্ষর পরে দিবেন বলে স্কুলের দপ্তরীকে ফেরত পাঠান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান দুলাল বলেন, আমার কাছে জুলাই মাসের বেতনের বিল ভাউচার নিয়ে কেউ না আসায় এ জটিলতা সৃষ্টি হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, বেতন বিলে সভাপতি স্বাক্ষর না দেওয়ায় প্রজ্ঞাপন অনুযায়ী জুলাই মাসের শিক্ষক-কর্মচারীদের বেতনের টাকা ফেরত চলে গেছে।

গফরগাঁওয়ে ইউসিসিএ নির্বাচন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ইউসিসিএ (বিআরডিপি) নির্বাচন বৃহস্পতিবার। ৮ সদস্য বিশিষ্ট ব্যাবস্থাপনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে দুই জন,সহ-সভাপতি পদে দুই জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। এছাড়াও সদস্য পদে ৬জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নির্বাচন করছেন ইউসিসিএ (বিআরডিবি) বর্তমান সভাপতি প্রবীণ সাংবাদিক ফকির এ মতিন ও গফরগাঁও পৌরসবার ৫নং ওযার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান সবুজ, সহ-সভাপতি পদে আব্দুল হামিদ, একেএম মাসুদ ভোট যুদ্ধে নেমেছেন । আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহন। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্টিত হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাবির ইবনে হাফিজ।
