এস.এম রফিক,দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনায় বে-সরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর উদ্যোগে গত বুধবার স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে নেত্রকোনা,দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ৬টি ইউনিয়নের ২৪টি সাংস্কৃতিক দল প্রধানদের অংশগ্রহণে “সাংস্কৃতিক দলের চাহিদা নিরূপন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহণকারীগণ প্রবীণদের সমস্যা ও করনীয় বিষয় নিয়ে নাটক ও গাণ পরিবেশন করেন। এছাড়া গারো আদিবাসী সাংস্কৃতিক দল ঐতিহ্যবাহী রেরে ও সেরেনজিং গান পরিবেশন করেন। কর্মশালার মধ্য দিয়ে অংশ গ্রহণকারীগণ প্রবীণদের সমস্যা ও অধিকারগুলো সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে সচেতন করে তোলার জন্য একটি কর্মপদ্ধতি তৈরী করতে সক্ষম হয়। সাংস্কৃতিক দলগুলোর চাহিদা নিররুপন কর্মশালা সঞ্চালনা করেন যথাক্রমে, বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব থিয়েটার্স আটর্স (BITA) এর নির্বাহী পরিচালক শিশির দত্ত, প্রজেক্ট ম্যানেজার মৃন্ময় মহাজন, থিয়েটার এসোসিয়েটস মোজাম্মেল হোসেন সোয়েব। প্রবীণদের ইস্যুগুলো যেসব জনপ্রিয় সাংস্কৃতিক উপাদানগুলোর মাধ্যমে তুলো ধরা যায় সে বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া সাংস্কৃতিক দলগুলোর প্রবীণদের ইস্যু বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরদেন মি. শিশির দত্ত, হেল্পএইজ ইন্টারন্যাশনাল‘র প্রজেক্ট অফিসার পবিত্র মান্দা, বারসিক নেত্রকোনা জেলা কো-অর্ডিনেটর মি. শংকর ¤্রং প্রমুখ। কর্মশালায় নেত্রকোনা অঞ্চলের শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্যমন্ডিত পরিবেশনার মাধ্যমে প্রবীণদের সার্বিক সমস্যাগুলো তুলে ধরে সমস্যা সমাধানে নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সচেতন করা।
