নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান কাফেলার উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন সুন্নাতের জেলা শাখার সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন আল কাদরী, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ২৮ আগস্ট বৃহসপতিবার দুপুরে আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত জেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা বাসাইল মাদ্রাসা এলাকায় সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভে সংগঠিত হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এখানে
আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত জেলা শাখার সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন আল কাদরী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পীরে তরীকত কাজী মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আহমাদুর রহমান, বাসাইল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল হোসাইন,মাওলানা আবু বকর সিদ্দিক,মাওলানা মিজানুর রহমান মুনিরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, মাওলানা ফারুকী ইসলামী ঐতিহ্যের ধারক ও বাহক। তিনি কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে সারা দুনিয়ার কাছে নিয়ে গেছেন। পক্ষান্তরে সারা দুনিয়ার মুসলমান এবং মুসলমানদের শিক্ষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে বাংলাদেশের মুসলমানদের কাছে নিয়ে এসেছেন। সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে রচনা করেছেন এক শক্তিশালী সেতুবন্ধন। মাওলানা ফারুকী এদেশের মুসলমানদের চোখ খুলে দিয়েছেন বলে যাদের গাত্রদাহ হয়েছে, তারাই ফারুকীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বক্তাগণ অবিলম্বে হত্যাকারীদের খুঁজে আইনের আওতায় আনার দাবী জানান।
এইসময় উপস্থিত জনতা ৭১’র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, মাওলানা ফারুকী হত্যাকারীদের বিচার চাই করতে হবে ।
