ads

বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০১৪ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় গৃহবধু হত্যাকান্ডে স্বামীর-দুলাভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ২৮, ২০১৪ ৯:২৮ অপরাহ্ণ
পেকুয়ায় গৃহবধু হত্যাকান্ডে স্বামীর-দুলাভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় পাষন্ড স্বামীর নির্যাতনে গৃহবধূ খুনের ঘটনায় ঘাতক স্বামী ও ওই গৃহবধুর দুলা ভাইয়ের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯ তারিখ ২৬/০৮-১৪ইং। উল্লেখ্য ২৬ আগষ্ট ভোর রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়া এলাকার একটি ভাড়া বাসায় স্থানীয় আল্লাহর দান বেকারী শ্রমিক পাশ্ববর্তী উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়া এলাকার মৌলভী সামশুল ইসলামের পুত্র শহিদুল ইসলামের(২৪) স্ত্রী এস্তফা স্বামীর নির্যাতনে মারাযায়। স্থানীয়রা বলেন, নিহত গৃহবধুর দুলাভাই সুজানগীরের মালিকানাধীন বেকারীতে তার স্বামী চাকুরী করত। প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের পিড়িতে বসলেও শহীদ ও এস্তফার সংসার বিয়ের পর থেকে সুখের যায়নি। গৃহবধু চকরিয়া উপজেলার কোনাখালীর ছৈয়দ আহমদের মেয়ে। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, একদিকে ঘাতক স্বামী স্ত্রীকে যৌতুকের জন্য জ্বালাতন করতো আবার স্বামী বলে বেড়াতো তার ঘরে থেকেই তার স্ত্রী পরকিয়ায় আসক্ত হয়ে পড়েছে। নিজের স্ত্রীকে কয়েকবার দুলাভাই সুজানগীরের সাথে পরকিয়ায় আসক্ত হয়ে তারই ভাড়া বাসায় মেলামেশায় দেখেছে বলে উল্লেখ করে স্ত্রীকে নির্যাতনও করেছে। এদিকে শালিকার মৃত্যূর খবর শুনে দুলাভাই রহস্যজনক কারণে পলাতক থাকায় শ্যালিকা-দুল্ভাাইয়ের পরকিয়ার ব্যাপারে সর্ব সাধারণের সন্দেহের তীর আরো ঘনিভ’ত হয়। গৃহবধু এস্তফা যৌতুকের বলি না দুলাভাাইয়ের সাথে অনৈতিক সম্পর্কের কারণে স্বামীর হাতে মারা গেল তা এখনও রহস্যাবৃত। এব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা পেকুয়া থানার এস.আই.বিমলের সাথে যোগাযোগ করা হলে তিনিও পরকিয়ার কারণে হত্যাকান্ড সংঘটিত হতে পারে উল্লেখ বলেন, নিশ্চিত করে বলতে আরো একটু সময় দরকার। মামলায় গৃহবধুর দুলাভাইকে কেন আসামী করা হয়েছে জানতে চাইলে বাদী ও গৃহবধুর পিতার দাবী অনুযায়ী করা হয়েছে।

Shamol Bangla Ads

পেকুয়ার উজানটিয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রেকর্ড

পেকুয়ার উজানটিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শহিদের বিরুদ্ধে এক কিশোরী কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যূনালের বিচারক সাজেদুল করিমের নির্দেশে পেকুয়া থানায় মামলা রেকর্ড় করা হয়েছে। যার জি.আর মামলা মামলা নং-২০/১৪ তাং-২৬/০৮/১৪ইং। জানাযায়, উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকার মৃত গুরা মিয়ার ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে ১৯আগষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল কক্সবাজারে একই ইউনিয়নের নুরীর পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে তার মেয়ে মরিয়ম খাতুনকে(১৪) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং সি.পি-৮০০/১৪ ইং। মামলাটি বিচারক সাজেদুল করিম আমলে নিয়ে বাদীর দরখাস্ত ‘দি কোড অব ক্রিমানাল প্রসিডিউর’ এর ১৫৪ ধারা মতে নিয়মিত মামলা রজু করে ১৭৩ ধারা মতে পুলিশী রিপোর্ট দাখিলের জন্যে পেকুয়া থানার ওসিকে নির্দেশ দেন। এবং ৬৩৭/১৪ ইং স্মারকে আদালত পেকুয়া থানায় প্রেরণ করেন। মামলার একমাত্র আসামী শহিদুল ইসলাম উপজেলার উজানটিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি। আদালতের নির্দেশনা সহ নালিশি মামলাটি পেকুয়া থানায় পৌছলে সংশ্লিষ্ট ধারায় ২৬আগষ্ট রাতেই থানায় নিয়মিত মামলা হিসেবে রজু করে পেকুয়া থানার এস.আই রেজাউল করিম চৌধুরী রেজাকে তদন্তভার দেয়া হয়েছে। এদিকে মামলার আরজিতে বাদী তার কিশোরী অবুজ মেয়ে মরিয়ম খাতুনকে(১৪) চেয়ারম্যান ১ বছর যাবত ধর্ষন করছে উল্লেখ করা হলেও চেয়ারম্যান ওই কিশোরীর বরাত দিয়ে বলছে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। মামলার বাদি নুরুল ইসলামের আকুতি বিগত এক বছর ধরে তার মেয়েকে একনজর দেখতেও পারেনি। তিনি অসহায় আর চেয়ারম্যান একজন প্রতাপশালী ব্যাক্তি হওয়ায় কতটুকু আইনি লড়ায়ে ঠিকে থাকতে পারবে তা নিয়েও তার বড় শংকা। তিনি আরো বলেন, থানায় মামলা রেকর্ড় হলেও সরকারী দলের বড় নেতা হওয়ায় পুলিশ তাকে আটক করতে পারবে কিনা তাতেও তিনি সন্দেহ প্রকাশ করেন। এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই রেজাউল করিম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতের নির্দেশে মামলা রজু করা হয়েছে, তদন্তের স্বার্থে মামলা সংশ্লিষ্ট যাবতীয় আইনগত দিক বিবেচনা করেই অনুসন্ধান চালানো হবে। থানায় মামলা রেকর্ড় হওয়ার পর চেয়ারম্যান শহীদ ওয়ারেন্ট আসামী কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ধর্ষণ মামলা সেহেতু ভিকটিম ও আসামীর সংশ্লিষ্ঠতা ধর্তব্য বিধায় চুড়ান্ত প্রতিবেদন দিলেই ওয়ারেন্ট হবে। এছাড়াও তদন্তের স্বার্থে আইও চাইলে যেকোন প্রদক্ষেপ নিতে পারে।

Shamol Bangla Ads

দুশ ছাত্র-ছাত্রীর জন্য দুজন শিক্ষক প্রধান শিক্ষক ৪মাস ধরে অনুপস্থিত
পেকুয়ার মগনামা শেখ আবদুল আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কার্যক্রম ব্যাহত

দুর্গম ও বঙ্গোপসাগর তীরবর্তী পেকুয়ার মগনামার শেখ আবদুল আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত দুশ ছাত্র ছাত্রীর জন্যে মাত্র দুজন শিক্ষ থাকায় মারত্মক ভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হ্েচ্ছ বলে অভিভাবক ও শিক্ষকরা অভিযোগ তুলেছে। মগনামার কাকপাড়ার দূর্গম ও অবহেলিত এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামশুল আলম বিনা কারণে কেবল অফিসের কাজের ব্যস্ততা দেখিয়ে মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এদিকে অভিভাকদের অভিযোগ তাদের ছেলেমেয়ের একমাত্র বিদ্যালয়ে হিসেবের খাতায় ৪জন শিক্ষক থাকলেও নার্গিছ আক্তার সি.এন.এটে ছুটি, আর প্রধান শিক্ষক রহস্যজনক কারণে ক্লাশতো দুরের কথা বিদ্যালয়েও যায়না। শিক্ষক গোলাম মোস্তফা ও শরীফা আক্তার দুজনে একসাথে এতো গুলো ক্লাশে পাঠদান করতে গিয়ে শ্রেণীকার্যক্রমের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। এদিকে শিক্ষিকা শরীফা আক্তারেরও মাতৃত্ব ছুটিনেয়া একান্ত আবশ্যক হলেও প্রধান শিক্ষকের হেয়ালিপনায় তাও সম্ভব হচ্ছেনা। জানাযায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেয়া আবদুল্লাহ ফারুখ একদিনের জন্যেও স্কুলের দেখাশুনা না করলেও প্রধান শিক্ষককে অনৈতিক কাজে সহযোগীতা করে আসছেন। তার পশ্রয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের প্রায় ১লাখ ৬০হাজার টাকা লুটপাট করেছে। স্থানীয় লোকজন ও অভিভাবকরা কাজের হিসেব চাইলে বিগত ৪মাস ধরে প্রধান শিক্ষক আর বিদ্যালয়ে উপস্থিত হয়নি। অভিভাবক, রবিউল আলম, মোজাফ্ফর আহমদ, মো.ছৈয়দ,জসিমউদ্দিন, ছমিউদ্দিন দেলোয়ার হোসেন, আবদুল মতলব,নুরুল ইসলাম,নজির হোসেন সাংবাদিকদের বলেন, এঅঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় আর কোথাও গিয়ে ছোট ছাত্র ছাত্রীরা পড়া শুনা করার সুযোগ নেই। প্রধান শিক্ষক নিজের ইচ্ছে মত কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে টানা ৪মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেছেন। বিদ্যালয়ের পড়া লেখার স্বার্থে উপস্থিত হতে অনুরোধ করলে উপজেলা শিক্ষা অফিসে দায়িত্ব পালনের অযুহাত দেখিয়ে শ্রেণী কার্যক্রমের বারোটা বাজলেও উপস্থিত হচ্ছেন না। বিদ্যালয় মেরামতের সরকারী বরাদ্দের টাকা ব্যায়ের হিসাব চাইলে তিনি অনেকটা চোরের মতো পালিয়ে এসে অদ্যবধি বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেননা। এব্যাপারে অভিভাবকরা শংকা প্রকাশ করে আরো বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ যেন তাদের একমাত্র বিদ্যালয়টিতে শ্রেণী কার্যক্রম স্বাভাবিক করেন ও তাদের স্কুলটি যেন ভালভাবে মেরামত করার ব্যবস্থা নেন। এব্যাপারে প্রধান শিক্ষক শামশুল আলমের সাথে তার ব্যবহৃত মোবাইল নং-০১৮১৫০৬৬৭৭১ নম্বারে যোগাযোগ করা হলে তিনি দীর্ঘদিন বন্ধ ও অফিসের কাজে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি উল্লেখ করেন। ক্ষুদ্র মেরামতের টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি যা করা হয়েছে তা উপজেলা শিক্ষা অফিসের তত্বাবধানে করা হয়েছে এবং কাজের বাউচার সংরক্ষণে আছে বলে দাবী করেন।

পেকুয়ায় সালেহা কবির স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

পেকুয়ায় ছালেহা কবির স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা“১৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬আগষ্ঠ বিকাল ২টার সময় পেকুয়া মডেল জি.এম.সি ইনষ্টিটিউশনের হল রুমে প্রধান পৃষ্টপোষক ও জি.এম.সির সাবেক প্রধান শিক্ষক এ.এম.এম.শাহজাহানের সভাপতিত্বে ও ইয়াছিন আরাফাতের পরিচালনায় সম্পন্ন হয়েছে। পেকুয়া ইউনাইটেড এডুকেশন ফাইন্ডেশনের তত্বাবধানে ২০১৩ সালের ছালেহা কবির স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪১জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে তদমধ্যে ১৯৫জনকে বৃত্তি প্রদান করা হয়। ইসলামী ব্যাংক পেকুয়া শাখার অর্থায়নে গতকালকে বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গোল্ডেন এপ্লাস- ৮৫জন, এ প্লাস ৫৬জন, এ গ্রেড ২৬জন, এ- গ্রেড ২৮জনকে পৃথক সনদ,বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কান্তি চৌধুরী, পেকুয়া মডেল জি.এম.সির ভার প্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ম্যানেজার আবুজাফর, নুরুল ইসলাম বি.এস.সি, আলহাজ্ব নাজেম উদ্দিন নুরী, পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো.ছাফওয়ানুল করিম, টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহরিয়ার আহমেদ খান, পেকুয়া আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ ও ইউনাইটেড এডুকেশন ফাউন্ডেশনের ও ছালেহা কবির মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান ইউনুচ আলম প্রমুখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!