শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী শহরের হোটেল জেরিন,শাহজালাল, ও মোহাম্মদ আলী কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৭ আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে দেড় টা পর্যন্ত নালিতাবাড়ী শহরের নালিতাবাড়ী ও তারাগঞ্জ উত্তর কাচা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব জরিমানার অর্থ আদায় করা হয়। নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আক্তার এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় তার সাথে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ সহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আক্তার জানান, অভিযানকালে নালিতাবাড়ী শহরের নালিতাবাড়ী বাজার এলাকার হোটেল জেরিনকে ২ হাজার টাকা ও তারাগঞ্জ উত্তর কাচা বাজার এলাকার হোটেল মোহাম্মদ আলীকে ১ হাজার টাকা ও হোটেল শাহজালাল কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওইসব হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে পচা, বাসি, খোলা ও দুর্গন্ধ রান্না করা খাবার পরিবেশন করার অভিযোগে ১৮৬০ এর দন্ডবিধি ২৭৩ ধারায় মামলা দিয়ে তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয়।
