কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ এর বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজের সভা কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা প্রশাসকের সহধর্মিনী ও কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেহানা সুলতানা, বিদায়ী পুলিশ সুপারের সহধর্মিনী ও কুষ্টিয়া লেডিস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রূপা আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনারকলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আ.হ.ম মোস্তাফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক। এসময় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা-সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় ‘ফ্রিল্যান্সার টু এন্ট্রাপ্রেনিউর’ ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, আগামী প্রজন্মরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে একদিন বিশ্বের কাছে নিজের দেশের সম্মান ও সফলতা অর্জন করে আনবে। সেদিন আর বেশি দুরে নয়। তিনি বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ফ্রিল্যান্সার টু এন্ট্রাপ্রেনিউর’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি আওতায় ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে শিগগিরই বাংলাদেশ আধুনিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে। সরকারের মূল উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষ যাতে এ ডিজিটাল বিপ্লবে লাভবান হয় তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা থেকে দেশের সাধারণ মানুষ, গ্রামের মানুষ যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ রেখে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সেবা দেয়া হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে বর্তমানে সাধারণ মানুষের জীবন-যাত্রা আরো সহজ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়তে কুষ্টিয়ার সাফল্য অনেক রয়েছে বলে জেলা প্রশাসক উল্লেখ করেন।
এরআগে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনর সাথে কথা বলেন।
এসময় সচিব বলেন, কুষ্টিয়ার সম্ভাবনাময় যুবকেরা যারা এই (Freelancer to Entrepreneur) প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে তারা একদিন নিজেদের অর্থে গাড়ি কেনার সক্ষমতা অর্জন করবে এবং দেশের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি আরো বলেন (Freelancer to Entrepreneur) শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি সারা দেশব্যাপী চলমান রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যেক যুবক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ফ্রিল্যান্সার টু আন্ট্রাপ্রনর’ কর্মসূচীর আওতায় ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ত্রিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস। এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুদ্দোজা, কুষ্টিয়া জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নবীনেওয়াজ।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি,জেলা পর্যায়ের সরকারি এবং বেসরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।