শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন। বিষয়টি ‘ধামাচাপা’ দিতে খালেদা জিয়া ও তারেক রহমান আবোল-তাবোল বলছেন। তিনি ২৬ আগষ্ট মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাসদ সভাপতি ইনু জড়িত- সম্প্রতি খালেদা জিয়া ও তারেক রহমানের দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদ জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জেনারেল জিয়ার জড়িত থাকা এবং তার দুষ্কর্ম আড়াল করতেই মা ও ছেলে জনগণকে বিভ্রান্ত করছেন। সত্য প্রকাশ হওয়ায় তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এজন্য হঠাৎ করে তারা জাসদ ও আমাকে নিয়ে আবোল-তাবোল বলছেন।
তিনি আরও বলেন, আমরা হালুয়া রুটির ভাগবাটোয়ার জন্য মহাজোটে যোগ দেয়নি। শুধুমাত্র রাজনৈতিক কারণে আওয়ামী লীগের সঙ্গে জোটে যোগ দিয়েছি। তবুও রাজনৈতিক কারণে আমরা সরকারের বিরোধিতা করি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় জাসদ, কর্নেল তাহের এবং আমি কঠিন পরিস্থিতির মুখে ছিলাম। খুনিদের ভয়ে জীবন বাঁচাতে আমি আত্মগোপনে ছিলাম। তবে জাসদই একমাত্র দল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের বিপক্ষে অবস্থান নিয়েছিল।
