কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার চাকামইয়া কৃষক কাদের হত্যা মামলায় কলাপাড়া উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনকে আদালত জেলা হাজতে প্রেরন করেছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীরা হাজির হলে বিচারক স্বপন কুমার দাস আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
জানা গেছে, কলাপাড়া উপজেলার চাকামইয়ার কৃষক আব্দুল কাদের হত্যা মামলায় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, এ্যাড.মজিবুর রহমান তালুকদা, মামুন তালুকদার, মিলন তালুকদার, শামু তালুকদার, সেলিম তালুকদার, আলাউদ্দিন তালুকদার, রাজু তালুকদার, ইলিয়াস ও কাদের তালুদারসহ মোট ৪৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা অভিযোগ এনে একটি মামলা দায়ের হয়। পরে আসামীরা উচ্চ আদালত থেকে জামিন লাভ করে এবং মঙ্গলবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির হলে বিচারিক আদালতের বিচারক স্বপন কুমার দাস আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
উল্লেখ্য, ২ জুলাই উপজেলার চাকামইয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে কৃষক আব্দুল কাদের হত্যা ঘটনা ঘটে। ৪ জুলাই নিহতের ভাই মোখলেচুর রহমান উপজেলা চেয়ারম্যানসহ ৪৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামীরা উচ্চ আলাত থেকে জামিন লাভ করে প্রকাশ্যে ছিল।
