শাহ্ আলম শাহী,দিনাপুর : এশিয়া এনার্জিকে দেশ থেকে বিতাড়িত করতে নতুন করে শপথ গ্রহনের মাধ্যমে দিনাজপুরে পালিত হয়েছে ফুলবাড়ী ট্রাজেডি দিবস।এই দিনটি ‘জাতীয় সম্পদ রক্ষা দিবস’ হিসেবে পালন করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ী বাসী পালন করছে ‘ফুলবাড়ী শোক দিবস’। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলণের প্রতিবাদে ২০০৬ সালের এই দিনে আইন শৃংখলাবাহিনীর গুলিতে প্রাণ হারায় ৩ জন। আহত হয় আরও আড়াই শতাধিক প্রতিবাদি মানুষ। দিবসটি উপলক্ষে ফুলবাড়ীবাসী এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুৎ-বন্দর জাতীয় রক্ষা কমিটি ও ফুলবাড়িবাসী আজ উপজেলার সর্বত্র কালো পতাকা উত্তোলণ,কালো ব্যাজ ধারন,শোক ব্যালী,শহীদ আমীন,সালেকিন ও তরিকুলের বেদিতে পু®পস্তবক অর্পণ ও শোক সভার আয়োজন করে। সকাল ১০ টায় স্থানীয় নিমতলা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠানে জাতীয় কমিটি’র কেন্দ্রীয় আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ,সদস্য সচিব প্রফেসর আনু মুহাম্মদ, গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস,ফজলে ওয়ার্কার্সৃ পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হোসেন বাদশা এমপি,ওয়ার্কার্সৃ পার্টির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী এমপি,গণসংহতির কেন্দ্রীয় সন্বয়ক জোনায়েত সাকি,কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য রাগিব হাসান মুন্না, ফুলবড়ী উপজেলা সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, তেল গ্যাসের ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয় প্রকাশ গুপ্তসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে উর্ব্বশী সিনেমা হলের সামনে ফুলবাড়ী ট্রাজেডি দিবস উপলক্ষে ফুলবাড়ী সম্বিলিত পেশাজীবি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর মেয়র মর্তুজা সরকার মানিক সদস্য সচিব, সাংবাদিক শেখ সাব্বির আলী ও গোলাফ্ফর হোসেন প্রমূখ।বক্তাগণ অবিলম্বে ফুলবাড়ী জনতার সঙ্গে সম্পদিত ৬ দফা চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে ৬ দফা চুক্তি বাস্তবায়ন করা হবে বলে সরকারকে হুশিয়ারি করেন। সেই সাথে এশিয়া এনার্জিকে দেশ থেকে বিতাড়িত করতে নতুন করে শপথ গ্রহন করা হয়। এর আগে সকাল ৯ টায় বিভিন্ন সংগঠন পদ যাত্রা বের করে শহীদ ব্যদিতে পুষ্প অর্পন করেন। এ দিকে সকাল থেকে ২৬ শে আগষ্ট উদযাপন লক্ষে ফুলবাড়ী পৌর শহরের সকল দোকান পাট বন্ধ করে হাজার হাজার জনতা রাস্তায় র্যালীতে অংশগ্রহণ করায় ফুলবাড়ী শহরে এক প্রকার অচল অবস্থার সৃষ্টি হয়। দুপুর পর্যন্ত এক প্রকার অঘোষিত হরতাল চলে ফুলবাড়ীতে। তবে আইন শৃঙ্খলা বাহিনী পৌর শহর জুড়ে কড়া নজরদারী আরোপ করে।
