ads

সোমবার , ২৫ আগস্ট ২০১৪ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেলান্দহে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ : আহত ২০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ২৫, ২০১৪ ৭:৫৯ অপরাহ্ণ

OLYMPUS DIGITAL CAMERAদেলোয়ার হোসেন, জামালপুর : মেলান্দহে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ গরু-ছাগল লুটের ঘটনায় দু’গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষে ২জন নিহত ও কমপক্ষে ২০জন আহত হয়েছে। জানা গেছে, টুপকার চরসহ আশেপাশের চরাঞ্চলের মানুষের মেলান্দহ রেল স্টেশন এলাকায় উঠার জন্য একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে টুপকারচর ও শাহজাতপুর, প্রতাপঝগড়ি খানপাড়াবাসীর মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অতিসম্প্রতি দু’পক্ষের লোকজন নিয়ে উপজেলা প্রশাসন ও সরকার দলীয় নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের সমঝোতায় রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়। তবে শর্ত থাকে যে, জমিতে থাকা ফসল উঠার পর রাস্তায় পড়া জমির মালিকদের উপস্থিতিতে রাস্তা নির্মাণ করতে হবে। উপজেলা প্রশাসন ও নেতৃবৃন্দের এ সিদ্ধান্তকে উপেক্ষা করে টুপকারচরবাসী রাতের আঁধারে আখক্ষেত ভেঙ্গে মাটিতে বিছিয়ে তার উপর মাটি ফেলে প্রায় এক কিলো রাস্তা নির্মাণ করে। সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত এড়িয়ে খেতের ফসল ধ্বংস করে এ রাস্তা নির্মাণে প্রতাপঝগড়ি, শাহজাতপুর ও খানপাড়া গ্রামবাসীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। বীরাঞ্চলের লোকজন চরাঞ্চলবাসীর উপর অবরোধ আরোপ করে। এতে টুপকারচরবাসী মেলান্দহ রেল স্টেশনসহ বীরাঞ্চলে নিষিদ্ধ হয়ে নিজ গ্রামে অবরুদ্ধ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে টুপকার চরের লোকজন শাহজাতপুর খানপাড়ার জনৈক আবেদ আলীর বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাংচুর, নগদ ২ লাখ টাকা, বিভিন্ন মালামালসহ ৪টি গরু ও ২টি ছাগল লুট করে নিয়ে যায়।
আবেদ আলীর বাড়িতে অগ্নিসংযোগের খবর মহূর্তেই সারা গ্রামে ছড়িয়ে পড়লে মহূর্তেই শ শ নারীপুরুষ লাঠি, ফালা, বল্লম, সড়কি ও দা-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চরের দিকে অগ্রসর হয়। ওদিকে টুপকারচরবাসীও খানপাড়ার দিকে আসলে দু’পক্ষের মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খানপাড়ার হারুন-অর-রশিদ (৩৮) পিতামৃত আবু তাহের ঠান্ডু ও টুপকার চরের মুরাদুজ্জামান (৪০) পিতামৃত হাজী জুলহাস উদ্দিন নিহত হয়। এছাড়াও শাহজাদপুর খানপাড়ার আবেদ আলী (৬০), নাছির (৩০), ফরহাদ আলী (২২), লাবলু (৩৪), আতাউর রহমান (২৮), প্রতাপঝগড়ি গ্রামে মজিবর (৪৫) ও আসলাম (২০), টুপকারচরের ফকির জামাল (৪০), নজরুল ইসলাম (৩০), হাতেম আলী (৫৫), শাহজাহান (৩০)সহ উভয় গ্রামের কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এএসপি রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম ও এসআই আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ ১০জনকে আটক করেছে। এ ঘটনায় উভয় গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারগঞ্জের নিশ্চিন্তপুর থেকে নববধূ অপহরণ

Shamol Bangla Ads

মাদারগঞ্জের নিশ্চিন্তপুর গ্রাম থেকে শারমিন সরফুল নামের এক নববধূ অপহৃত হয়েছে। গত ১৯ আগস্ট মেলান্দহ উপজেলার চর মাহমুদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে হেলাল মিয়া নববধূকে নিয়ে নিশ্চিন্তপুর শ্বশুর বাড়ি বেড়াতে গেলে এ অপহরণের ঘটনা ঘটে। শারমিনের পিতা সোনা মিয়া তার কন্যা অপহরণের দায়ে অভিযুক্ত করে মাদারগঞ্জ থানায় একই উপজেলার গোদাশিমলা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র রতন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করে।
উল্লেখ্য, গত ১০-৮-১৪ইং তারিখে হেলাল মিয়ার সাথে শারমিনের বিয়ে হয়। বিয়ের আগেও রতন ও তার সহযোগিরা শারমিনকে অপহরণ করতে গিয়ে ধরা পড়ে। পরে তার অভিভাবকরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!