স্টাফ রিপোর্টার : শেরপুরের জনপ্রিয় ষাড়ের মই দৌড়ের ফাইনাল খেলা ২২ আগষ্ট বিকেলে শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাটের সীমান্ত বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় শিমুল চুড়ার দুলা মন্ডলের মই দল চ্যাম্পিয়ন কদমতলীর আনোয়ার মন্ডলের মই দল রানার আপ হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আইরিন ফারজানা। স্থানীয় সমাজ সেবক আব্দুল খালেক ডিলারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এডভোকেট তৌহিদুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, কৃষক নেতা আমিনুল ইসলাম আঙ্গুর, মোশারফ হোসেন মুসা, শেরপুর সদও উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী বায়োজীদ হাসান, প্রভাষক সাইফুল ইসলাম, বালুরঘাট মডের স্কুলের অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক মেম্বার মজিবুর রহমান, মাহবুবুর রহমান মজনু, ইন্তাজ আলী, হেলাল উদ্দিন, সাদা সরকার, সীমান্ত ক্লাবের সাদ্দাম, আব্দুল কাদির খান, আজিম ও আয়োজক আব্দুল হামিদ প্রমুখ। সীমান্ত ক্লাব আয়োজিত এ মই দৌড় টূর্নামেন্ট-এ ৩২টি মই দল অংশ নিয়েছিল।

উল্লেখ্য এ মই দৌড় খেলাটি শেরপুর জেলার কৃষকদের সবচেয়ে জনপ্রিয় খেলা।
শেরপুরে হেরুয়ায় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শেরপুর সদর উপজেলার হেরুয়া ডালিমন্ডলের বাজারে হেরুয়া শাপলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল খেলা ২১ আগষ্ট বিকেলে হেরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় শেরপুর সদর উপজেলার হেরুয়া নিজ পাড়া ফুটবল একাদশ শ্রীবরদীর চরহাবরকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আইন জীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এডভোকেট তৌহিদুর রহমান। স্থানীয় সমাজ সেবক জবর আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম আঙ্গুর। টূর্নামেন্ট-এ ৮টি দল অংশ নিয়েছিল।
