ঠাকুরগাও প্রতিনিধিঃ জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অব্যাহতি দেয়া অ্যম্বুলেন্স ড্রাইভারকে মোটা অংকের উৎকোচের বিনীময়ে পূন:নিয়োগ দানের অভিযোগ উঠেছে।

নারী কেলেঙ্কারীর অভিযোগে ফৌজদারী মামলায় ১ মাসের অধিককাল জেল হাজতে থাকায় এমএনএইচ প্রকল্পের নিয়োগকৃত ড্রাইভার মো: রফিকুল ইসলামকে কতৃপক্ষ তার চাকুরী থেকে অব্যাহতি দেয়। অব্যাহতি প্রদানের কিছুদিন যেতে না যেতেই গোপন চুক্তিতে হাসপাতাল কতৃপক্ষ ২৩ আগষ্ট কমিটি মিটিংয়ের মাধ্যমে তাকে পূন:নিয়োগ দেয়। অবৈধভাবে দেয়া এ নিয়োগের বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আব্দুল মজিদ বলেন, কোন লেনদেন হয়নি। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিমাংসার ভিত্তিতে প্রত্যাহার হওয়ায় মানবিক কারনে তাকে বহাল করা হয়েছে। আর কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মো: জিয়াউল ইসলাম জিয়া বলেছেন, কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য বিষয়টিতে মত দেয়ায় আমার অনিচ্ছা সত্বেও বিষয়টি মেনে নেয়া ছাড়া উপায় ছিলনা এবং আমি সভায় বিষয়টির প্রকাশ্যে বিরোধিতা করেছি। স্থানীয়রা অবৈধভাবে পূন:বহালকৃত ড্রাইভারের নিয়োগ বাতিল করে বিধি মোতাবেক নিয়োগের দাবী করেছে। এ ব্যাপারে সংশি¬ষ্ট উর্ধতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
ঠাকুরগাঁয়ে রেড ক্রিসেন্ট’র প্রতীক সচেতনতা বিষয়ক কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ে ২দিন ব্যাপী রেড ক্রিসেন্টের প্রতীক সচেতনতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও মানব কল্যান ট্রেনিং সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খঃ এনায়েতুল্লাহ এশরাম পলাশ , ডাঃ শাহনেওয়াজ, মোঃ আফছার উদ্দিন, রাজিউর রহমান প্রমূখ। কর্মশালায় ১৯ স্বেচ্ছাসেবক অংশ নেয়।
উলে¬খ্য,বাংলাদেশ রেডক্রিস্টে সোসাইটির উদ্যোগে ২০০৯ সাল থেকে দেশব্যাপি রেডক্রিস্টে প্রতীকের অপব্যাবহার রোধে ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু হয়। এই পর্যন্ত ৩১টি জেলাকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।
