নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২ নং নন্নী ইউনিয়নে চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই আজাদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ২৪ আগস্ট রবিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩শ ৫০ ভোট পেয়ে আব্দুল হাই আজাদ চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একেএম মাহবুবুর রহমান রিটন জাহাজ প্রতীক নিয়ে ২ হাজার ৪শ ১৫ ভোট পেয়েছেন।
ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হাই আজাদ (আনারস), বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক একেএম মোখলেছুর রহমান রিপনের ছোট ভাই মাহবুবুর রহমান রিটন (জাহাজ) ও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ সরকার (চশমা)।
সকালের দিকে ভোটারের উপস্থিতি একেবারেই নগন্য হলেও বেলার বাড়ার পর ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। এ ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ১২ হাজার ৮৫৫ জন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে নন্নী ইউনিয়নের চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই পদটি শূণ্য হয়।