ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের সাংগর গ্রামে প্রতিষ্ঠিত হালিম খাতুন এতিমখানা লিল্লাহ বোডিং নুরানী ও হেফজখানা রবিবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের সমাজসেবক আলহাজ্ব মো. আলী হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইটিভির বরিশাল ব্যুরো চীফ টিম বরিশালের সম্পাদক স্বপন খন্দকার ও বরিশাল বিএম কলেজের বাকসুর সাবেক ভিপি মো. জসিম উদ্দিন। স্থানীয় বিশিষ্ট সমাজসেবক হাজি মুজিবুল হক মৃধার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হালিম খাতুন এতিমখানা লিল্লাহ বোডিং নুরানী ও হেফজখানার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক শাহিন মৃধা, এনায়েত করিম মিন্টু, শিক্ষক মো. শাহিন হোসেন, শহিদুল ইসলাম মৃধা, মাও. আবু ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি সাংবাদিক রহিম রেজা, সাংবাদিক এনামুল হোসেন খান, এনামুল হক, মঈনুল হক লিপু ও সাইদুল ইসলামসহ স্থানীয় ও বিভিন্ন স্থানের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি সাংগরসহ বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে দ্বীনি আলো ছড়াবে।
রাজাপুরে জাতীয় পার্টির সম্মেলন, ৩টি কমিটি গঠন

ঝালকাঠির রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজের কমিটি গঠিত ঘোষণা দেয়া হয়েছে। গতকাল বিকেলে উপজলোর বাইপাস মোড় এলাকায় এ বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কামরুল ইসলাম দুলালকে সভাপতি, নাসির হায়দার খানকে সেক্রেটারি ও রবিউল হাসান সোহাগ মাতুব্বরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় পাটির কমিটি ঘোষণা করা হয়। এছাড়া বদরুল আলম পলাশকে সভাপতি ও মাসুদ হোসেনকে সেকেটারি করে যুব সংহতির কমিটি এবং জাহিদুল ইসলাম সোহেলকে সভাপতি ও আসলাম হোসেন মোল্লাকে সেক্রেটারি করে ছাত্র সমাজের কমিটি গঠণ করা হয়েছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি চুন্নু মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা যুগ্ম আহবায়ক আলহাজ্ব বজলুর রহমান, জেলা যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন খান মিলু, সদস্য সচীব মাহবুবুর রহমান ও সাবেক জেলা সাংগঠনিক আলী হোসেন নান্নুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে যখম হাসপাতালে ভর্তি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ লাল মিয়া সিকদারের মেঝো ছেলে মোঃ কবির সিকদার (৪০) কে গতকাল শনিবার সন্ধ্যায় দোগনা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে পূর্বে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা এলোপাথরী কুপিয়ে মারত্বক যখম করে। খালে ফেলে দেয়। এলাকার লোকজন উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে পার্শ্ববর্তী এলাকার নুরুজ্জামান হাওলাদার, শহিদুল হাওলাদার, জাকির হাওলাদার, এনায়েত হাওলাদার, আল আমিন হাওলাদার, সোহাগ, এখলাস উদ্দিন, মুসা হাওলাদার, এসরাফিল ও হারুন হাওলাদারকে আসামি করে কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

কাঠালিয়া উপজেলা প্রশাসন ও ঝালকাঠি
পৌরসভার উদ্যোগে কুকুর নিধন অভিযান
জলাতংকসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কাঠালিয়া উপজেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার যৌথ উদ্যোগে কুকুর নিধন অভিযান শুরু হয়েছে। গত ৩ দিনের এ অভিযানে কাঠালিয়া উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চল ও শহর থেকে প্রায় শতাধীক কুকুর মেরে ফেলে মাটিতে পুতে রাখা হয়। প্রতিটি কুকুর নিধনের জন্য নিধনকারীকে ৪৫০ টাকা করে দেয়া হবে। এ কুকুর নিধনের মহতি উদ্যোগ নেয়ায় ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন ও কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদারকে এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন।
