চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ানে চেয়ারম্যান পদে উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী অংশ গ্রহণ করছেন। সাধারণ ভোটার, রাজনৈতিক নেতা কর্মীরা বলছেন উপনির্বাচনে ত্রিমুখি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস ইতোমধ্য নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন করেছেন।
নির্বাচনে অংশ গ্রহণকারী ৬ জন প্রার্থী গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্য ৩ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ান। বর্তমানে যে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করছেন হাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলি শাহ মিন্টু (চশমা), হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন (তালা), হাউলি ইউনিয়ন জামাতের আমির নজরুল ইসলাম (মাইক), বিএনপি নেতা ওহিদুজ্জামান (আনারস), নিশান তরফদার ও সাবেক ছাত্র লীগ নেতা জাহিদ হাসান দোয়াত-কলম)। সাধারণ ভোটাররা মনে করছেন বিএনপি ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় জামাত প্রার্থী বেশ সুবিধা জনক অবস্থানে রয়েছে। হাউলি ইউনিয়নের ভোটার সালাম, হাসমত, শিউলি খাতুন, বুলবুলি, রাবেয়া খাতুন জানান, যোগ্য ও সৎ প্রার্থীকে আমরা ভোট দেব। যাকে সব সময় কাছে পাবো দরকারে।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপনির্বাচন সংক্রান্ত চিঠি পাওয়ার গত ২৪ জুলাই তফশিল ঘোষণা করা হয়। তফশিল ঘোষনা অনুযায়ী গত ৫ আগষ্ট মনোনায়ন জমা, ৬ আগষ্ট বাছাই, ১১ আগষ্ট প্রত্যাহার ও ২৪ ভোট গ্রহণের দিন ধার্য হয়। ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। হাউলি ইউনিয়ানে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৬৬২ জন। পুরুষ ভোটার ১৩ হাজার ৩১৬ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৩১৬ জন।
দামুড়হুদা উপজেলা নির্বাচন আফিসার আবু দাউদ জানান, নির্বাচন উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোটাররা নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।