কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ৪ কোটি ৭ লাখ ২০হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ ট্রাকভর্তি বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। শনিবার ভোরে ঝিনাইদহের ক্যাডেট কলেজের সামনে থেকে ট্রাকভর্তি এসব মালামাল আটক করা হয়।

চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির সদর দপ্তরে সকাল সাড়ে ১১টায় এক প্রেস বিফ্রিংয়ে বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে। আটক হওয়া মালামাল যশোর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো।
এসব মালামালের মধ্যে রয়েছে ৫ হাজার ৯৬৪ পিস শাড়ি, ৫৭৯টি থ্রি-পিস ও ২ হাজার ৮৫২ মিটার থান কাপড়। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।
