মোঃ ফারুক হোসেন,ঢাকা: যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ ৫৮নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলায় অভিযোগ গঠন করেছে সিএমএম আদালত। আজ পল্টন থানার ওই মামলায় ঢাকা মহানগর ম্যাজি স্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুইয়া অভিযোগ গঠনের ওই আদেশ দেন। আসামিরা অভিযোগ অস্বীকার করায় একই সঙ্গে আদালত আগামী ১৮ সেপ্টম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। অভিযোগ গঠন হওয়া আসামিরা হলেন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুলইসলাম নীরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছা সেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক সারাফাত আলী সাফু, সাধারণ সম্পাদক আমীরূল ইসলাম খান আলীম, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদল নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, আনোয়ারুল হক রয়েল, আ.ক.ম. মোজাম্মেল হক, এসএম জিলানী, রফিকুল ইসলাম মজনু, হামিদুর রহমান হামিদ, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, আনভীর আদিল খান বাবু ও লোকমান হোসেন ফকির। ২০১১ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানার এসআই মো. মুক্তার হোসেন পলাতক ১৭ জন আসামিসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে আভিযোগপত্র দাখিল করেন। উল্লেখ্য, রাজধানীর ইঞ্জি নিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ২০১১ সালের ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদর জন্য আয়োজিত সংবর্ধনার দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বোমাবাজি, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজধানীর ৫টি থানায় এই মামলাসহ ১০টি মামলা দায়ের হয়।
