দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য রান্না করা খাবার ছিনিয়ে নিল ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার উপজেলার খাস মথুরাপুর পিপল্স কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ কর্তৃপক্ষ জানায়, খাস মথুরাপুর পিপলস কলেজের দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী আলব্দুল¬াহ আল শাইম এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে তার সংবর্ধনার আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে আগত অতিথি ও শিক্ষকদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পিপল্স কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাসেলের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠানের আয়োজক শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগালি দিয়ে অনুষ্ঠানে রান্নাকৃত খাবারের পাত্র লুট করে কলেজ চত্বর থেকে মিছিল করতে করতে চলে যায়।
নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজের এক শিক্ষক জানান, ঘরোয়া ভাবে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলেও ছাত্রলীগের নেতাকর্মীদেরও সেখানে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানের না এসে অনুষ্ঠান নস্যাৎ করতে পরিকল্পিত ভাবে তারা শিক্ষকদের গালাগালি দিয়ে খাবারের ডেগচা লুট করে নেয়।
এ বিষয়ে খাস মথুরাপুর পিপলস কলেজের অধ্যক্ষ সেলিম আহমেদের ব্যাক্তিগত সেলফোনে জোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি।
