ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নলকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকি জাতীয় শোক দিবস পালিত হয়নি। এ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোরশেদা জেসমিনের বিরোদ্ধে গ্রামের অর্ধশতাধিক ব্যক্তি স্বাক্ষরিত এক লিখিত অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দাখিল করেন। উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক লিখিত অভিযোগ পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সহকারী শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন বলে জানান। কিন্তু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিলন মিয়া’র সাথে কথা হলে তিনি শোক দিবস পালিত হয়নি বলে জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোরশেদা জেসমিন বলেন, শোক দিবস পালিত হয়েছে তবে ঢিলেঢালাভাবে।