চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলার ১০ বছর পুর্তিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও অ্যাডভোকেট শামসুজ্জোহা।

বক্তারা ভয়াল এ বোমা হামলার সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
চুয়াডাঙ্গায় আউটসোর্সিং বিষয়ে কর্মশালা
ইন্টারনেটে আউটসোর্সসিং বিষয়ে একদিনের এক কর্মশালা বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর রহমত আলী বিশ্বাস কর্মশালা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিআইডিডির চেয়ারম্যান সুব্রত রাহা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান, বিআইডিডির চিফ ফ্যাকাল্টি সৈয়দ তাজুল ইসলাম, কালের কণ্ঠের চুয়াডাঙ্গা প্রতিনিধি মানিক আকবর প্রমুখ।
কর্মশালা শুরু হয় সকাল ১০টায় এতে অংশ নেন কলেজের ১০০ ছাত্রছাত্রী। বেলা ২টায় দ্বিতীয় ব্যাচের কর্মশালায় আরো ১০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
কর্মশালায় শেষে অংশগ্রহণকারি প্রত্যেক ছাত্রছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হয়। কর্মশালার আয়োজন করে কালের কণ্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিআইডিডি।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অস্ত্রসহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অস্ত্রসহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আবুল কাশেম বুদো (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার হুদাপাড়া থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবুল কাশেম দামুড়হুদার বোয়ালমারি গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। তার নামে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অপহরণসহ হাফ ডজন মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা থানার এস আই মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হুদাপাড়ার পাকা রাস্তা থেকে আবুল কাশেম বুদোকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি শাটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত আবুল কাশেম বুদো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপহরণসহ দামুড়হুদা থানা সহ বিভিন্ন থানায় অর্ধ ডজন মামলা রয়েছে।
