সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় নির্বাহী অফিসারের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চেীধুরী, ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
