সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী অল্পের জন্য ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পেল।
জানা যায়, সোমবার রাতে ব্যাক্তিগত কাজে নওগাঁ শহর থেকে সাপাহারে ফিরার পথে পতœীতলা উপজেলার করমজাই মোড়ে পৌছিলে একদল ছিনতাইকারী দৌড়ে এসে উপজেলা চেয়ারম্যানের গাড়ির সামনে এসে গাড়ির গতিরোধক করে গাড়িতে আঘাত করে। পরে প্রশাসনের গাড়ি চিনতে পেরে ছিনতাইকারীরা গাড়িটিকে ছেড়ে দেয়। ছিনতাইকারীদের হাত থেকে উপজেলা চেয়ারম্যান রক্ষা পেয়ে পিছনে ফিরে পার্শ্বের করমজাই মোড়ে অবস্থান নিয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে রাতেই পতœীতলা ও সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা চেয়ারম্যান কে উদ্ধার করে সাপাহারে নিয়ে আসেন।
