পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে পুঠিয়া উপজেলার দুঃস্থ মহিলাদের মাঝে বুধবার দুপুরে ১৪টি সেলাই মেশিন বিতরন করা হয়। রাজশাহী-৫ এর সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা প্রধান অতিথি থেকে সেলাই মেশিন গুলো দুঃস্থ মহিলাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও অধ্যক্ষ মনিরুল ইসলাম, শেখ মোক্তাদের শরীফ সহ সরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ। প্রধান অতিথি সরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দের সাথে মত বিনিময় করেন।

