ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে ধাবিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন কিছু এলাকা। ৬দিনের টানা বর্ষণ ও পাহাড়িঢলে ইতিমধ্যেই উপজেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি অবনতির কারনে প্রতিদিনই নতুন-নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ভারীবর্ষনের কারনে বার্জ, কার্গো ও বলগেট নৌকায় লোড-আনলোডে ব্যাঘাত ঘটছে। বড় ধরনের বন্যার আশংকা করছেন স্থানীয় লোকজন। ইতিমধ্যেই বহু গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অধিকাংশ গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি-রতনপুর সড়কের উপর দিয়ে প্রবলবেগে পানি প্রবাহিত হওয়ায় সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। পৌরসভাসহ ইসলামপুর, নোয়ারাই, কালারুকা, চরমহল্লা, সদর, জাউয়া, সিংচাপইড়, উত্তর খুরমা, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের নিুাঞ্চল প্লাবিত হয়ে আমন ক্ষেত মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার মধ্যে প্রবাহিত হচ্ছে।
ছাতকের স্কুল শিক্ষকের কন্যা আহত মানষী তালুকদারের মৃত্যু

ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদারের কন্যা খুলনা সরকারি মেডিকেল কলেজের ৩য়বর্ষের ছাত্রী ছাদ থেকে পড়ে আহত মানষী তালুকদারের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে। গত মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হোস্টেলের ৪র্থ তলার ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। হোস্টেলের ছাদে উঠে মোবাইল ফোনে এ সময় মায়ের সাথে কথা বলছিল সে। ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে সে মৃত্যুকে বরন করে নেয়। মানষী খুলনা মেডিকেল কলেজের শহীদ জাহানারা হলে থেকে পড়া-শুনা করতো। এদিকে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মানষীর মাধ্যমিক শিক্ষা গ্রহন করা বিদ্যাপীঠ ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। মানষীর অকাল মৃত্যুতে শোকাহত শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ শোক র্যালী বের করে। বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোক র্যালীটি শুরু হয়ে জাউয়াবাজার প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে শোকসভায় মিলিত হয়। সহকারি প্রধান শিক্ষক আব্দুল মুকিতের সভাপতিত্বে ও শিক্ষক সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, নুরুল হক, নুরুল আমীন প্রমুখ। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, সুনামহগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মইনুল হোসেন চৌধুরী, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিছবাহুজ্জামান শিলু ও সাউথ-ওয়েষ্ট ছালেহ আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ছাতকের ইসলামপুর ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের নির্মিত কাজের উদ্বোধন
ছাতকের ইসলামপুর ইউনিয়নের মধ্যগনেশপুর ঈদগাহের সম্মূখে কালভার্ট ও সংযোগ সড়ক নির্মাণ এবং মসজিদ হইতে কালভার্ট পর্যন্ত নির্মিত ড্রেন উদ্বোধন করা হয়েছে। রোববার ৪লক্ষ ৭৮হাজার ৫শ’ ২৭টাকা ব্যয়ে নির্মিত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল। ঈদগাহ ও মসজিদ কমিটির সভাপতি হাজী আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা সুজাউল কবির শামীমের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন মেম্বার হাজী আসিদ আলী, সমাজ সেবক খাজিল মিয়া, সামছুল ইসলাম, নানু মিয়া প্রমুখ। উদ্বোধনকালে এড. সুফি আলম সোহেল বলেন, মানসম্পন্ন ও টেকসই কাজের জন্য জনসাধারণের তদারকি অপরিহার্য। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্পোরেট করাপশনের কারণে জনগণ ন্যায্য অধিকার ও কাঙ্খিত উন্নয়ন হতে বঞ্চিত হয়। তাই প্রকল্প বাস্তবায়নে জনসাধারণের সজাগ দৃষ্টি ও তত্বাবধান দূর্নীতিমুক্ত স্থানীয় সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রকে পাথর চাপা দিয়ে রাখতে চায়
————মিজানুর রহমান চৌধুরী
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রকে পাথর চাপা দিয়ে রাখতে চায়। জনগন বিচ্ছিন্ন এ সরকার দেশ পরিচালনা করছে বন্দুকের জোরে। দেশে চলছে বাকশালী দুঃশাসন ও রাষ্ট্রিয় সম্পদ দখলের হরিলুট। জনগনের ভোটাধিকার হরন ও গণতন্ত্র হত্যাকারী এ সরকারকে ক্ষমতাচ্যুত করা সকলের নৈতিক দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের গণ আন্দোলনে অংশ নেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। গতকাল বিকেলে জাউয়াবাজার আকিল কমিউনিটি সেন্টারে জাউয়া, ভাতগাঁও, চরমহল্লা, সিংচাপইড়, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, তকদ্দুছ আলী পীর, নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপি নেতা লিলু মিয়া, ইলিয়াস উদ্দিন, আমিরুল ইসলাম, কয়েছ মিয়া, কবির উদ্দিন, আলা উদ্দিন, আবুল হাসনাত, আবু সুফিয়ান, আব্দুল ছালিক, আবিদুর রহমান আবিদ, এসএম ছমরু মিয়া, জহিরুল ইসলাম, এড. আব্দুল আহাদ। বক্তব্য রাখেন, বিএনপি নেতা কদর মিয়া, সেলিম আহমদ, লুৎফুর রহমান, আজাদ রব্বানী, ছায়াদুর রহমান, মকদ্দুছ খান, গিয়াস উদ্দিন মেম্বার, আনোয়ার খান, ফজলুর রহমান খান, সামছুদ্দিন, ছমির উদ্দিন, ডলু মিয়া, রশিদ আহমদ, হুশিয়ার আলী, নিয়াজ আলী, সোনা মিয়া, মোহাম্মদ ইসলাম ফিরুজ, ফজলুর রহমান, আলী আশকর, আখলন মেম্বার, মুক্তার আহমদ, নুরুল হুদা, কয়েছ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য আজিজুর রহমান আজিজ, আলমগীর হোসেন, তাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, যুবদল নেতা মুহিবুর রহমান মেম্বার, কয়েছ মিয়া, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, লিকসন আহমদ, বাবুল আহমদ, সেলিম আহমদ, জাফর খান, আনোয়ার হোসেন, হিরা মিয়া, আব্দুল খালিক, সুজন মিয়া, হেলাল আহমদ, জমির আলী, অলিউর রহমান আলেক, ফরিদ উদ্দিন, সুরমান আলী, শাহীন আহমদ, ছালেহ আহমদ, শামীম আহমদ, হোসেন আহমদ, নুরুল আমীন, কামাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল লতিব কয়েছ, সুয়েব আহমদ, রুহুল আমীন, জাউয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, ছাত্রদল নেতা শাহ কামাল, শাহীন আহমদ, হাবিবুর রহমান প্রমুখ।
