শ্যামলবাংলা স্পোর্টস : ব্যাটে-বলে প্রস্তুতিটা ভলোই হলো বাংলাদেশের। সফরের একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন ব্যাটসম্যানরা; বোলাররাও নিয়েছেন উইকেট। রবিবার সেন্ট অ্যান্ড্রুর প্রগ্রেস পার্কে গ্রেনাডার বিপক্ষে ৯৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২২ রান করে বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানই তুলতে পারে গ্রেনাডা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন তামিম। এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ৮৬ বলের ইনিংসটি ১২টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান আসে শেষ বলে আউট হওয়া মাহমুদউল্লাহর ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক মুশফিকের ৪৪, এনামুল হক ২৪, শামসুর ৩২, নাসির হোসেন ২২ রান করেন।
ভালো শুরু করেন বাংলাদেশের বোলাররাও। ৯ ওভারের মধ্যে ৩৪ রানে ২ উইকেট নিয়ে তারা চাপে ফেলে দেন ডেভন স্মিথ ও আন্দ্রে ফ্লেচার সমৃদ্ধ গ্রেনাডার ব্যাটিং লাইনআপকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাশরাফি। এর জন্য ৮ ওভারে তিনি খরচ করেন ৪৪ রান। ৮ ওভারে ৩৪ রান দিয়ে আল-আমিন নিয়েছেন ২ উইকেট। আব্দুর রাজ্জাকও ২ উইকেট নেন। ১০ ওভার বল করে ৩৫ রান দেন তিনি। তাসকিন আহমেদ ও সোহাগ গাজী নেন একটি করে উইকেট।