এস.এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর(নেত্রকোনা) : জেলার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও টিএমএসএস আয়োজিত‘‘বাড়ি বসে বড়লোক’’ এর আওতায় অন লাইনে আয় বিষয়ক বিনামূল্যে ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী রোববার শেষ হয়েছে । প্রশিক্ষণ কর্মসূচীতে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন তাদেরকে দুই দিন ব্যাপি ইধংরপ ড়ঁঃ ংড়ঁৎপবরহম বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। রোববার এই প্রশিক্ষনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানি প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারঃ) ফাহাদ পারভেজ বসুনীয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান,মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন চুন্নু,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,এডিপি ম্যানেজার ডেভিট অনুপ সাংমা,প্রশিক্ষক মোঃ আল্ আমিন,মোঃ ফয়সল হক,কুষি অফিসার ওমর ফারুক,শিক্ষার্থীরা বক্তব্যদেন। বক্তারা বলেন যুবশক্তিকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলাই এই প্রশিক্ষণ কর্মসূচীর মূল লক্ষ্য এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তোলার বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের সকল উপজেলায় এই প্রশিক্ষণটি পরিচালনার মাধ্যমে ‘‘বাড়ি বসে বড় লোক’’ প্রশিক্ষণ কর্মসূচীর মধ্যে দিয়ে নিজেরা স্বাবলম্বী ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আমরা বিস্বাস করি।
