ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘির নশরতপুর স্টেশনে রেল লাইন তুলে নেয়ার চেষ্টাকালে জনতার বাধা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ১৮, ২০১৪ ৫:৪০ অপরাহ্ণ

pic- 18-08-14 copyআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার-বোনারপাড়া রেল লাইনের আদমদীঘির নশরতপুর রেল স্টেশানে অবস্থিত পরিত্যাক্ত রেল লাইন তুলে সরিয়ে নেয়ার চেষ্টা কালে শত শত জনতা বাধা দিয়ে সোমবার বেলা সাড়ে ১০ টায় সান্তাহার গামী কলেজ ট্রেনের হুস পাইপ খুলে আটকে প্রতিবাদ করে। পরে থানা পুলিশের হস্তক্ষেপের প্রায় দেড় ঘন্টা পর বেলা সাড়ে ১১ টায় ট্রেনটি গন্তেব্যে ছেড়ে যায়।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানায়, সান্তাহার-বোনারপাড়া রেলে লাইনের আদমদীঘির নশরতপুর রেল স্টেশান বেশ কয়েক বছর যাবত লোকসানে পরিনত হয়। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনটি বি-গ্রেড থেকে নামিয়ে ডি-গ্রেটে পরিনত করে। যার কারনে একটি মাত্র রেল লাইনে ট্রেন চলাচল করবে। ওই স্টেশানে নির্ধারিত মাষ্টার নেই. লোকবল কম সহ কোন ট্রেনে ক্রসিং কিংবা মালামাল বুকিং হবেনা। এতে নশরতপুর এলাকার সর্বস্তরের মানুষ ট্রেনের সেবা থেকে বঞ্চিত থাকায় তাদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্ঠি হয়। পি,ডব্লিউ,আই,বগুড়ার আফজাল হোসেন জানান স্টেশানের কার্যক্রম ছোট হওয়ার কারনে রেলের জি,আই,বি,আর এর নির্দেশে নশরতপুর স্টেশানের পরিত্যাক্ত রেলেওয়ের লাইন গুলো অপসারন করা হচ্ছিল। এসময় কিছু জনতা বাধা দেয়ায় রেল লাইন অপসারন কার্যক্রম বন্ধ রয়েছে।
ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার হেলাল উদ্দীন জানান এলাকার জনতা এই স্টেশনটি পুনরায় বি-গ্রেডে ফিরিয়ে পূর্বের মতো চালু কারার দাবী করে তারা ৪৯২ ডাউন ট্রেনটি বেলা সাড়ে ১০ টা থেকে প্রায় ঘন্টা ব্যাপি আটক রাখে। নশরতপুর স্টেশন রক্ষা কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক জানান স্টেশানটি পূর্বের ন্যায় চালু করার দাবীতে এই কর্মসূচী গ্রহন করা হয়। দাবী মেনে না নেয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হবে।

সোনাতলায় নিখোঁজ শিশু আদমদীঘিতে উদ্ধার ঃ মা বাবার নিকট হস্তান্তর

Shamol Bangla Ads

বগুড়ার সোনাতলা থেকে সামিউল ইসলাম তিতাস (১২) নামের ৬ষ্ট শ্রেনীর এক স্কুল ছাত্র নিখোঁজের প্রায় ১৪ ঘন্টা পর আদমদীঘিতে উদ্ধার হয়েছে। গত রবিবার রাত ৯ টায় থানা পুলিশ শিশু তিতাসকে তার বাবা মার নিকট হস্তান্তর করেছে। সে অপহরন হয়েছিল কিনা এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
পুলিশ জানান, বগুড়ার সোনাতলা উপজেলার হাট করমজা গ্রামের কৃষি শ্রমিক সাদেক আলীর ছেলে শেখাহাতি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র গত রবিবার দুপুরের বাড়ীতে খাবার পর তার বাবার নিকট যাবার সময় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। ওই দিন বিকেল ৫ টায় তাকে ক্রন্দরত অবস্থায় জনতা আদমদীঘির নশরতপুর ষ্টেশান এলাকা থেকে উদ্ধার করে। শিশু তিতাস জানায় সে বাবার কাছে যাবার সময় রাস্তায় একটি পিক্যাপ গাড়ী তার পথরোধ করে কৌশলে মুখে রুমাল জাতীয় কাপড় স্পর্শ করার পর জ্ঞ্যান হারায়। বিকেলে সচেতন হবার পর নশরতপুর বাজার এলাকায় পিক্যাপ গাড়ীটির গতি ধীরে চলায় গাড়ী থেকে লাফিয়ে পড়ে কান্না শুরু করলে জনতা তাকে উদ্ধার করে থানায় দেন। থানায় অফিসার ইনচার্জ মোসলেম উদ্দীন জানান শিশুটি ট্রেনে পথ ভুলে হয়তো এসেছিল। তাকে রাত ৯ টায় তার বাবা ও মায়ের নিটক হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!