পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মাঙ্গলিক শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহাবতার শ্রীকৃষ্ণের মহাজন্মষ্টমী উৎসব পালিত হয়েছে। পুণ্যতিথী উপলক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রোববার সকালে র্যালী পূর্ব সরল কালিবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দির চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক, উদ্ভোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক চম্পক পাল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ওসি আককাছ আলী, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) শ্যামলাল নাথ, সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন-সংগঠনের জেলা নেতা এ্যাড, অজিত মন্ডল, রবীন্দ্র নাথ রায়, অধ্যক্ষ গোপাল ঘোষ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, অবঃ অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, সুবোল চন্দ্র মন্ডল, প্রফুল্ল কুমার সরদার, কৃষ্ণপদ মন্ডল, মনোহর চন্দ্র সানা, অমল দাশ ব্রহ্মচারী, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, কবিতা রাণী দাশ, এসএম তৈয়েবুর রহমান, সন্তোষ কুমার সরদার, উত্তম সাধু, এ্যাড. সমীর, এ্যাড. আব্দুর রশীদ, প্রানকৃষ্ণ দাশ, হেমেশ চন্দ্র মন্ডল, জগদীশ রায়, তৃপ্তি রঞ্জন সেন, শেখ মাসুদুর রহমান, দেবব্রত রায়, শেখ জিয়াদুল ইসলাম, অখিল মন্ডল, প্রনব মন্ডল, দীপংকর মন্ডল, তপন দেবনাথ, পরেশ মন্ডল, বাবুরাম মন্ডল, বাবুলাল মন্ডল ও মৃনাল কান্তি বাছাড়। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে এক মাঙ্গলিক শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাইকগাছায় বনানী সংঘের সাধারন সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহি বনানী সংঘের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আইনজীবি সমিতি মিলনায়তনে সংগঠনের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী এর সভাপতিত্বে সভায় রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ্ব এড. জি এ সবুর। এড. শফিকুল ইসলাম কচির পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, থানা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল, অধ্যক্ষ (অবঃ) লুৎফর রহমান, অধ্যাপক (অবঃ) আজহারুল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, আনোয়ার ইকবাল মন্টু, শেখ আব্দুল আজিজ, ডাঃ আব্দুল মজিদ, আইনজীবি সমিতির সভাপতি এড. জি এম আব্দুস সাত্তার, এড. এ টি এম মহিউদ্দীন, এড. মোজাপ্ফর হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এড. মোর্তজা জামান আলমগীর রুলু, গাজী আজিজুল করিম, আবু জাফর, আঃ খালেক, পৌর কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রঞ্জু ও এস এম ইমদাদুল হক, প্রভাষক ময়নুল ইসলাম, আসলাম পারভেজসহ সংঘের সদস্যবৃন্দ।
খুলনার দু’উপজেলায় আজ জামায়াতের প্রথম হরতাল
বর্তমান সরকার দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর আজ সোমবার খুলনার পাইকগাছা-কয়রায় পালিত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের ডাকা ১ম হরতাল। হরতাল সমর্থনে রাজনৈতিকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। অপরদিকে নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। উল্লেখ্য গত ১৪ আগষ্ট রাষ্ট্রদ্রোহ মামলায় কয়রা থানা পুলিশ জামায়াতের দক্ষিন জেলা নায়েবে আমির ও কয়রা উপজেলা চেয়ারম্যান আ.খ.ম তমিজউৎিনকে গ্রেফতার করে। এর প্রতিবাদে দক্ষিণ জেলা জামায়াত রোববার জেলার পাইকগাছা ও কয়রা দু’উপজেলায় হরতাল আহবান করে। পরবর্তীতে রোববার জন্মাষ্টমী উৎসব থাকায় রোববারের কর্মসূচী প্রত্যাহার করে সোমবার নির্ধারিত করে। নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বর্তমান আ’লীগ সরকার চলতি বছর ৫ জানুয়ারী নির্বাচনে নির্বাচিত হওয়ার ৭ মাস পর আজ পালিত হচ্ছে কোন বিরোধী রাজনৈতিক দলের ডাকা প্রথম হরতাল। সংগঠনের জেলা নায়েবে আমির মাওঃ আ.খ.ম তমিজউদ্দিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হরতাল কর্মসূচী পালন করা হচ্ছে বলে জামায়াতের দক্ষিন জেলা সেক্রেটারী মাওঃ গোলাম সরোয়ার জানান। এ ব্যাপারে নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে বলে ওসি সিকদার আককাছ আলি জানান।