চারঘাট (রাজশাহী )প্রতিনিধি : সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় চারঘাটেও সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। ভাদ্র মাসের হিন্দু সম্প্রদায় জন্মাষ্টমীকে ঘিরে দিনব্যাপী উপবাস, অর্চনা ও কৃষ্ণ নাম কীর্তন, গীতাপাঠসহ বিভিন্ন আচার-উপচারের মাধ্যমে ধর্মীয় কর্মসূচীর আয়োজন করা হয়। গতকাল রবিবার সকালে চারঘাট কেন্দ্রীয় কালি মন্দির চত্ত¡র থেকে একটি শোভাযাত্রা চারঘাট বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিমন্দিরে আলোচনা সভা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। চারঘাট শাখা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শ্রী ব্রজহরি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চারঘাট উপজেলা (অতিরিক্ত) নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার, চারঘাট উপজেলা আওয়ামীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু রনজিত কবিরাজ, জেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ চারঘাট শাখার সভাপতি অম্বর সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার কর্মকার ও অর্জুন কুমার রায় প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু স¤প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
চারঘাটে মাদকদ্রব্য রাখার অভিযোগে মহিলাসহ তিনজন আটক

চারঘাট প্রতিনিধি, রাজশাহীঃ রাজশাহীর চারঘাটে মাদকদ্রব্য রাখার অভিযোগে মহিলাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। চারঘাট মডেল থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার উপজেলার বাবুপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বাড়িতে ফেন্সিডিল রাখার অভিযোগে পুলিশ ফিরোজা বেগম ও সমিতা বেগম নামে দুই মহিলাকে আটক করে। অপরদিকে গাঁজা রাখার অভিযোগে পুলিশ গোপালপুর গ্রামের মোহাম্মদ আলী (৩৫) নামে একজনকে আটক করে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উলেখ্য, অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চারঘাটে নারীর ক্ষমতায়ন বাস্তবতা ও করণীয় শীর্ষক কর্মশালা
চারঘাট প্রতিনিধি, রাজশাহীঃ ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বাস্তবকা ও করণীয় ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজনে সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাজিয়া সুলতানা, নারীনেত্রী রেহেনা ওয়াহিদ, সাদিয়া, বিলকিস বানুসহ ইউনিয়নের বিভিন্ন পেশার নারীরা। কর্মশালায় সঞ্চালক হিসাবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর সুব্রত কুমার পাল ও সমন্বয়ক আশরাফুল ইসলাম। সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান বাস্তবতা, প্রতিবন্ধকতা, সামাজিক-পারিবারিক বাধা, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
