শ্যামলবাংলা ডেস্ক : জনপ্রিয় কন্ঠশিল্পী ইসমত আরা ন্যান্সি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যার চেষ্টা করেন।১৬ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, ন্যান্সির সঙ্গে গত বছর ময়মনসিংহ পৌর সভার কর্মচারী জাহেদের বিয়ে হয়। কিছুদিন ধরে স্বামীর সাথে তার মতবিরোধ চলছিল। এরই মধ্যে তাদের একটি কন্যা সন্তানও জন্ম নেয়। কিছুদিন ধরে ন্যান্সি তার বাবা নাজমুল হকের সাথে নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকায় বসবাস করছিলেন।
শনিবার দুপুরের খাবারের পর তিনি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করেন। এতে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন ন্যান্সিকে সন্ধ্যা সাতটায় নেত্রকোনা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
